অনেক দিন আগে আমি একটা কথা বলে ছিলাম, সেটি ছিল লেন্স সংক্রান্ত বিষয় নিয়ে গল্প করব। ধরো তুমি পাহাড়ের ছবি তুলতে চাও তাহলে কি লেন্স ব্যবহার করবে, কেন করবে, কতটুকু মি.মি. লাগবে। এইভাবে আমরা গল্প করে লেন্স সম্পর্কে জেনে যেতে পারব। খুব ভাব নিয়ে সিরিয়াসলী নিলে শেখার ভিতর আনন্দ থাকবে না। মনেও থাকবে না। যে কোন শিক্ষাকে আনন্দ করতে করতে শেখো সারাজীবন মনে থাকবে। এইটার একটা নাম দেই। নাম দিলাম আজকের লেন্সগল্প । যখন সময় পাব আমরা লেন্স নিয়ে গল্প করব।
আজকের লেন্সগল্প : ১ নরমাল লেন্স
আমরা সাধারনত ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ লাগাই নরমাল লেন্স তখন ৪৬ডিগ্রী কোণে যেটা দেখি মোটামোটি বিষয়বস্তুর নির্দিষ্ট এরিয়া ক্যাপচার করা যায়। হতে পারে একটি স্থানের সাধারন দৃশ্য। হতে পারে গ্রামের সাধারন দৃশ্য। গ্রুপ ছবি হতে পারে। ক্রপ বডির ক্ষেত্রে ৩২ মি.মি আর ফুল ফ্রেমের ক্ষেত্রে ৫০ মি.মি ফোকাল লেংথ লেন্স নরমাল লেন্স।