আজকে এক ফ্রেন্ডের বাসায় বসে আড্ডা দিচ্ছিলাম। ফ্রেন্ডের বড় ভাই হঠাৎ এসে ঢুকলেন। তখনি আমার ফ্রেন্ড টা আমার ক্যামেরা টা গুতাচ্ছিল। উনি দেখে বললেন, “বাহ! তোমার ক্যামেরা টা ত বেশ বড়! কি কি অপশন আছে দেখাও ত” আমি এক গাল হাসি দিয়ে তাকে auto, Av, Tv দেখাতে লাগলাম। ভাইয়া আবার বেশ অস্থির!! একটু অ্যাপারচার আর শাটার নিয়ে বলব কিনা সেইটা নিয়ে ভাবতে ভাবতে উনি সহজ ভাবে শিখতে চাইলেন, তাই পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ম্যাক্রো এসব মোড গুলো বোঝানো শুরু করলাম। হঠাৎ করে উনি জিজ্ঞেস করলেন, “আচ্ছা! প্যানারোমা মুড কোনটা?” আমি একটু থেমে বললাম,”ভাইয়া এইটায় অটোমেটিক প্যানারোমা তোলা যায় না” ভাইয়ার মুখের ভাব সাথে সাথে বদলে গেল। বলে উঠলেন, “বিশ্রী ক্যামেরা, আমার মোবাইলেও ত প্যানারোমা তোলা যায়! এত্তবড় ধামা ক্যারি করে আর লাভ কি?” বলে উনি অই রুমের একটা প্যানারোমা তুলে আমাকে দেখিয়ে দিলেন। আমি ত পুরাই থ। আমার ক্যামেরা টাকে কোলে নিয়ে কিছুক্ষন আদর করে বললাম, “তুই টেনশন করিস না রে, তুই যে কি জিনিস তা ত উনি বুঝে নাই, উনারে উনার মোবাইল টা নিয়েই খুশি থাকতে দে।”
যাই হোক, আসল কাহিনী তে আসি, যাদের ক্যামেরায় আমার টার মত প্যানারোমা মুড নাই (:P) বলে হীনমন্যতায় ভুগছেন, তাদের জন্য প্যানারোমা করার উপায় নিয়ে এসেছি।
প্রথমে যে যায়গার প্যানারোমা করতে চান, সেখানে ডান থেকে বামে বা বাম থেকে ডানের দিকে ঘুরে ঘুরে একটা একটা করে ছবি তুলুন। আমি প্যানারোমার জন্য ভার্টিকাল ফ্রেমেই তুলি, তাতে ক্রপ করার জায়গা বেশী পাওয়া যায়। পাশাপাশি ছবি গুলোতে একটু করে কমন জায়গা রাখুন। এইবার এই ছবিগুলিরে কম্পিউটারে কপি করেন। মনে রাখবেন, ছবিগুলি একটা ফোল্ডারের রাখলে আপনার কাজে সুবিধা হবে।
এবার নামিয়ে নিন মাইক্রোসফট আইস (I.C.E)
অথবা ফটোশপ সিএস থ্রিবা পরের গুলি যে কোনটা। তবে আইসের সুবিধা হল এইটা মাত্র ২.৫ মেগা, ফ্রি আর কাজ ভালই করে।
এইবার আইস ওপেন করেন, আর ফাইল থেকে নিউ তে গিয়ে ছবিগুলি সিলেক্ট করেন, আর ওপেনে ক্লিক করেন। এর পর চুপচাপ বইসা মজা দেখেন। বেশ কিছু সময় নিয়ে লোডিং, প্রসেসিং ইত্যাদি হাবিজাবি দেখানোর পর দেখবেন যে আপনার প্যানোরামা ছবি হয়ে গেছে। এইবার ইচ্ছা মত ক্রপ করে এক্সপোর্ট টু হার্ডডিস্ক এ ক্লিক করে সেভ করতে পারেন।
(ফটোশপ এর ক্ষেত্রে). ফটোশপ ওপেন করে ফাইল > অটোমেট > ফটোমার্জ সিলেক্ট করুন। তারপর আগের মত ঐ ফাইলগুলি দেখিয়ে দিন, আর ওকে ক্লিক করুন। তারপর আবার সেই অপেক্ষা, আবার সেই ছবি রেডি।
বের হয়ে আসুন হীনমন্যতা থেকে, আপনিও পারেন প্যানারোমা তুলতে, হ্যাপী ক্লিকিং।
উপরের ছবিটি পাবনায় আমার বাড়িতে তোলা একটি প্যানোরামা।
Thank you ডেমিয়েন থর্ন Sir ^_^
অনেক ধন্যবাদ
ওয়াইড এঙ্গেল লেন্স হলে মনে হচ্ছে সুবিধাজনক এক্ষেত্রে।
😛
অসাধারণ একটা সফটওয়ার… ধন্যবাদ 🙂