ফটোগ্রাফির তৃতীয় পাঠ – ফয়সাল আকরাম ইথার

etherblog_1238337701_1-hide_and_seek

আগের পোস্ট এ আমরা এপারচার লয়া প্যাচাল পারসি। আইজকা আহেন শাটার স্পিড লয়া গেজাই।

শাটার স্পিড (Shutter Speed)

আপনের বাসায় জানলা আসে না ? ওই জানালায় পরদা আসে না? অ্যাপারচার যদি হয় এই জানালার সাইজ তাইলে শাটার হইলো সেই জানালার পরদা । লেন্সের ভিতর দিয়া আইসা, অ্যাপারচাররে পাস করার পর, যেই আলু (Potato না, Light) ক্যামরার ভিতরে আসলো, তিনি কতক্ষণ ক্যামরার ভিতরে থাকবেন সেইটা ঠিক কইরা দেয় শাটার স্পিড ওরফে “পর্দার গতি” ভাইজান।

এইডাতো আবুলেও বুঝে যে, পরদা যদি অল্প সময় খুইলা রাখি তাইলে ঘরে আলো কম সময় ধইরা ঢুকবো, আর পরদা যদি সারা জীবনের লাইগ্গা খুইল্লা রাখি তাইলে দিনের বেলায় আলো ঢু্কতেই থাকবো, মানে বেশি সময় ধইরা ঢুকবো। (আর রাইতে ঢুকবো মশা :D )

শাটার স্পিডের একক হইলো সেকেন্ড। শাটার স্পিড যদি কই 1/4 sec তার মাইনে হইলো, আলোটা ১ সেকেন্ডের ৪ ভাগের এক ভাগ সময় মাত্র ক্যামেরার সেনসর অথবা ফ্লিমের উপর পড়বো। যদি শাটার স্পিড হয় 8 sec তাইলে সেনসর অথবা ফ্লিমের সামনের পরদাটা ৮ সেকেন্ড ধইরা খুলা থাকবো। অনেক সময় একটা কথা শুইনা থাকবেন কাউরে কাউরে কইতে যে “ফটুকটা স্লো শাটার স্পিডে তোলা হইসে”। Slow শাটার স্পিড মানে হইলো এট্টু আইলশা টাইপের শাটার স্পিড যেইটা বন্ধ হইতেই চায়না।

একটা ক্যামারায় শাটার স্পিডগুলা সাধারনত এইরকম থাকে :

1/8000 s
1/4000 s
1/2000 s
1/1000 s
1/500 s
1/250 s
1/125 s
1/60 s
1/30 s
1/15 s
1/8 s
1/4 s
1/2 s
1 s
2 s
4 s
8 s
B – এইডা মানে বাল্ব। এইডা সিলেক্ট কইরা যতক্ষন বাটন টিপ্পা রাখবন ততক্ষন শাটার বন্ধ হইবো না। পুরা ডিম্ভাজি দেখতে আমার যেরুম অবস্থা হয় ওই রুম আক্কইরা থাকব।

এট্টু খিয়াল কইরা দেহেন, উপরে বা নিচে যাইতে শাটার স্পিড হয় ডাবল হইতাসে, না হয় অর্ধেক হইতাসে। যেমন ১/২ সেকেন্ড থেইকা বারলে হয় ১ আর কমলে হয় ১/৪. এই অর্ধেক আর ডাবল হউনের সম্পর্কটা অ্যাপারচারেও আসে। আগের পোস্ট টা খুইলা দেইখেন খেয়াল কইরা। সামনে যখন আই.এস.ও নিয়া কথা কমু তখন দেখবেন ওইহানেও একই তামশা।

শাটার স্পিড কমায় বাড়ায় ফটুতে অনেক রকম মজা করন যায়। ধরেন একটা ব্যস্ত রাস্তায় আপনে যদি স্লো শাটার স্পিড দিয়া ফটুক তুলেন তাইলে দেখবেন গাড়ি গুলার হেড লাইট আর টেল লাইট একটা লম্বা শাদা আর লম্বা লাল রেখার মতো তৈরি করসে। অনেকটা এইরম:

shutter-2

আবার শাটার স্পিড ফাস্ট থিকা শুরু কইরা আস্তে আস্তে কমায়া যদি একটা চরকির ছবি তুলেন তইলে দেখতে লাগবো এরুম

Efffect of shutter speed

এইহানে বাম পাশের টা তুলা হইসে শাটার স্পিড ১/২০০ তে , মাঝখানের টা ১/২০ এ আর এক্কেরে ডাইনের টা তুলা হইসে ১/১০ এ

তাইলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? অ্যাপারচার দিয়া “আলোর পরিমান” কন্ট্রোল করন যাইতাসে আর শাটার স্পিড দিয়া কন্ট্রোল করন যাইতাসে “আলোর সময়” অর্থাৎ এই আলোটা কত সময় ধইরা সেনসর/ফ্লিমের উপর পরবো ওইডা ।

আমার নেকষট পুষ্টে আই.এস.ও (ISO) নিয়া লিখুম নে। অখন জাইগা। হেপ্পি ক্লিকিং।

2 thoughts on “ফটোগ্রাফির তৃতীয় পাঠ – ফয়সাল আকরাম ইথার

Leave a Reply