বেটার ফটোগ্রাফি ম্যাগাজিনটা পড়ে মেমোরী কার্ড বিষয়ক দারুন তথ্য পেলাম। আমি আমার মতন করে এখানে লেখলাম।
ক্যামেরা কেনার পর মেমোরী কার্ড কিনতে হয়। আপনি কি জানেন ক্লাস টেন কার্ড ক্লাস টু এর থেকে দামী? কেন ভালো মেমোরী কার্ড কেনা উচিত? বাজারে অনেক রকম মেমোরী কার্ড পাওয়া যায় কোনটা আপনার জন্যে ভালো হবে জানেন কি? এর রকম দশটি দরকারী জিনিষ জানার আছে।
১. যখন দেখবেন ক্যামেরার ডিসপ্লেতে মেসেজ দিয়েছে, ক্যান নট রিড অর রাইট তখন বুঝতে পারবেন আপনি মেমোরী কার্ড লক করে রেখেছেন তখন ক্যামেরা বন্ধ করে মেমোরী কার্ড বের করে লকটা আনলক করে নিবেন।
২. প্রতিটা কার্ডে বিভিন্ন স্পিডে রাইটি ও রিডিং হয় যেমন ক্লাস টু কার্ড মানে হলো ২ মেগাবাইট পার সেকেন্ড। ক্লাস যত বাড়বে রাইটিং ও রিডিং স্পিড তত বাড়বে। মানে হল ক্লাস টু কার্ড যত সময় নিবে ক্লাস ফোর তার অর্ধেক কম সময় নিবে মানে ৪ মেগাবাইট পার সেকেন্ডে পারবে। এরকম ক্লাস যত বেশী হবে তত দাম বেশী পড়বে। যারা ভিডিওগ্রাফি করেন তাদের ৭২০পি ভিডিও এর জন্যে ক্লাস সিক্স ব্যবহার করা উচিত আর এইচডি হলে ক্লাস টেন ব্যবহার করলে ভালো।
৩. ইউডিএমএ কার্ড সিএফ কার্ড এর থেকে ভালো হবে কারন এটির গতি বেশী। যা এইচডি ভিডিওগ্রাফির জন্যে খুব ভালো।
৪. স্পীডি মেমোরী কার্ড কিনলে ভালো মেমোরী কার্ড রিডার কেনা উচিত।
৫. যদি ভুলে মেমোরী কার্ড এর ডাটা মুছে ফেলেন তাহলে রিকভারী সফ্টওয়ার দিয়ে উদ্ধার করা যায়। কিন্তু রিফরম্যাট করে ফেললে ডাটা রিকভার করা যায় না।
৬. যখন এক ক্যামেরা থেকে অন্য ক্যামেরাতে পরিবর্তন করবেন তখন মেমোরী কার্ড ফরম্যাট করে ছবি তুলবেন। বিভিন্ন ধরনের ক্যামেরা বিভিন্ন ফরম্যাটে ইমেইজ ডাটা স্টোর করে থাকে এক্ষেত্রে পূর্ববতী ডাটাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৭. রাইটিং স্পীড বেশী দেখে মেমোরী কার্ড কেনা উচিত। রাইটিং স্পিড বেশী এমন মেমোরী কার্ড কেনা উচিৎ, রিডিং স্পিড দেখে নয়।
৮. ক্যামেরার মেমরী কার্ড যেখানে ঢোকানো হয়েছে সেখানে যখন লেড লাইট ব্লিকিং করতে থাকবে তখন ক্যামেরা থেকে মেমোরী কার্ড এ স্টোর হতে থাকবে।
৯. বেশীর ভাগ ফটোগ্রাফার ক্যামেরা চার্জ শেষ হতে হতে ফটো তুলতে থাকেন যার ফলে মেমোরী কার্ড নষ্ট হয়ে যেতে পারে। অন্তত চার্জ শেষ হওয়ার বিশ মিনিট পূর্বে ক্যামেরা ব্যাটারী ফুল চার্জ করে নিতে হবে।
১০. প্রতিবার খালি মেমোরী কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। সবসময় দু’টো করে মেমোরী কার্ড রাখবেন। কেননা, ছোট্ট ভুলের জন্যে গুরুত্বপূর্ণ মুহুর্তে ভালো ছবির সুয়োগ হারাতে পারেন।
ধন্যবাদ
অয়ন আহমেদ
[email protected]
ধন্যবাদ ভাইয়া
খুব ভালো লিখছেন, ভাইয়া।
তবে একটা পয়েন্ট, মেমোরি কার্ড ভালো বংশের (মানে ব্র্যান্ডের আরকি) হওয়াটাও একটু গুরুত্বপূর্ণ।
ভালো লিখেছেন। কিন্তু লিখার সাথে মেমরি কার্ডের নাম এবং বর্তমান দাম সম্পর্কেও একটু লিখে দিলে ভালো হত। বিশেষ করে ভালো কার্ড রিডার এর ব্যাপারটা।
ভালো লিখেছেন ভাইয়া 🙂