কিট লেন্স এবং ফটোগ্রাফি – রাহাত আমিন

যারা সবাই নতুন ফটোগ্রাফি শুরু করছেন….তাদের অনেকের কাছে থেকেই আমি কিছু কমন প্রশ্ন শুনে থাকি – “ভাই, শুরু করব কোন লেন্স দিয়ে?” অথবা “কিট লেন্স ছাড়া অন্য কোনো লেন্স কিনব নাকি?”….এসব….ইত্যাদি ইত্যাদি
যারা এসব বিষয়ে একটু দোনোমোনো করছেন….ঠিক করতে পারছেন না কি করবেন – তাদের সবার জন্য আমি আজকে কিছু কথা খোলাসা করে বলি….বেশি টেকনিকাল ব্যাপারে কপচাব না….সহজ বাংলা ভাষায় বলে দিব…..

কিট লেন্স জিনিষটা আসলে কি?….আমরা অনেকেই ভাবি 18-55mm লেন্স অথবা 18-105/135mm মানেই হলো কিট লেন্স | এই ধারণা ভুল! কিট লেন্স বলতে আসলে বুঝায় একটা ক্যামেরার সাথে বাই ডিফল্ট একটা লেন্স দিয়ে দেয়া….এখন যদি একটা Canon 550D এর সাথে একটা 70-200mm f2.8 L IS2 ডিফল্ট হিসাবে দিত (যদিও এইটা কেবল স্বপ্নেই সম্ভব…. ) তাহলে ওটাও কিট লেন্স হত

তাহলে কেন সবসময় কিট হিসাবে 18-55mm or 18-105/18-135mm লেন্স দেয়া হয়?….এটার পেছনে কারণ আছে | আসলে শুরু করার জন্য এই লেন্স গুলো বেস্ট!….সবাই সবসময় 18-135/18-105mm কিনতে পারেননা – তাই আমি যাবতীয় আলোচনা 18-55mm এর মধ্যে সীমাবদ্ধ রাখছি….

18-55mm এমন একটা ফোকাল লেংথ মার্জিন যার মধ্যে থাকলে আপনি খুব সহজে প্রায় সবরকমের ফটোগ্রাফি’র কাজ চালিয়ে নিতে পারবেন…ল্যান্ডস্কেপ থেকে শুরু করে স্ট্রিট….আর পোর্ট্রেট ও….তাহলে কিভাবে নিজের পছন্দ মত ফোকাল লেংথ টা খুঁজে বের করবেন?….আসুন সেটা নিয়ে একটা ছোট্ট ফর্মুলা দেই….

প্রথমেই আপনার দরকার একটা কালো প্লাস্টিক টেপ!!!!….জ্বি….আমি ঠিকই বলছি…একটা টেপ দরকার আপনার প্রথমেই…….এবার একটা এলগরিদম ফলো করুন……

50mm এ আপনার লেন্সের জুম রিং টাকে সেই টেপ দিয়া আটকে ফেলুন….যেন চাইলেও আর খুলা না যায়….জিনিষটা তখন একটা প্রাইম লেন্সের মত কাজ করবে – 50mm f5.6 prime….তার পরে ঠিক এই অবস্থায় ফটো তুলতে থাকুন – অন্তত একটি মাস….৩০ দিন পরে টেপ খুলে ফেলুন… জুম রিং ঠিক করুন এখন 24mm এ….আবার টেপ লাগিয়ে দিন….এর পরে আরো ৩০ দিন তুলুন ফটো…..

এইভাবে করে নিচের সিরিয়াল মেইনটেইন করুন :

50mm > 24mm > 35mm > 18mm

প্রত্যেকবার ৩০ দিন করে – আপনি এভাবে ৪ মাস ফটো তুলুন….কোনভাবেই আপনার ফোকাল লেংথ পাল্টাবেন না….দুনিয়া উল্টে গেলে যাক….যখন শেষ হবে – তার পরে আবার ৩০ দিন কোনো টেপ না লাগিয়ে 18-55mm এ ফটো তুলুন

এর উপকারিতা হলো – আপনি এই ৫ মাসে নিজে কোন ফোকাল লেংথে কি ফ্রেমিং করতে হয় সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারছেন….নিজের পছন্দের ফোকাল লেংথ তা বের করতে পারবেন…..আর এই 18-55mm কিট লেন্সটাকে একদম ভালো মত এক্সপ্লোর করতে ও পারলেন….আমি এতটুকু লিখে দিলাম এখানে – যদি কেউ সত্যি সত্যি মন থেকে ফটোগ্রাফি ভালবাসেন – এই মেথড তা ধরে রাখুন….৫ মাস পরে নিজেকে নতুন করে আবিস্কার করবেন……..

ধন্যবাদ

3 thoughts on “কিট লেন্স এবং ফটোগ্রাফি – রাহাত আমিন

  1. ArchQuad

    Mr. Shaikat – ফটো তুলবার সময় জুম করার দরকার হবেই – এই ধারনাটা থেকে মুক্তি পাবার জন্যই এই মেথড….আপনি যখন একটা ফটো তুলতে যাবেন – আপনার মাথায় রাখতে হবে – আপনি আসলে ঠিক কি কারণে জুম লেন্স ব্যবহার করতে যাচ্ছেন….যদি কোন ফোকাল লেংথ এ কোন ফ্রেমিং আর কম্পোজিশন করে ফটো তুলতে হবে সেটা আপনি একদম ভালো করে আয়ত্বে আনতে না পারেন তাহলে ফটো তুলতে শুরু করার সময় জুমিং আপনার ফটোগ্রাফিক সেন্সের মধ্যে একটা বড় বাধা তৈরী করবে…..আর সব থেকে বড় কথা – উপরোক্ত পদ্ধতিতে কিন্তু শেষে বলা আছে – আরো ৩০ দিন কোনো টেপ না লাগিয়ে 18-55mm ফুল ফোকাল রেঞ্জের মধ্যে রেখে ফটো তুলতে…..তখন কিন্তু আপনার জুম করতে বাধা নেই….

    আরো একটা ব্যাপার – প্রাইম লেন্স কিন্তু ফিক্সড ফোকাল লেন্স….ওতে জুম করা যায় না – কিন্তু পৃথিবীর প্রায় সব বিখ্যাত ফটোগ্রাফার রা কিন্তু সবার আগে প্রাইম লেন্স প্রেফার করেন…..ফটোগ্রাফিতে একটা কথাই আছে : “Prime lenses make better photographer”….:)

    ধন্যবাদ…..:)

  2. অভি

    ভাইয়া আমার লেন্স 24-720mm। আমি কোন কোন ফোকাল লেন্থে প্র্যাকটিস করব???

Leave a Reply