প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অতি অতি অনিয়মিত লেখার জন্য। ইচ্ছা ছিল প্রতি সপ্তাহে একটি করে লেখার। কিন্তু আবিস্কার করলাম গত কয়েক মাসে আমি কিছু লিখি নি। তাই আলসেমী ঝেরে আবার লিখতে বসে গেলাম।
Fireworks ফটোগ্রাফীর টিপস – মেগা পোষ্ট!
Fireworks বা আতশবাজী, আমাদের দেশের বেশ পরিচিত একটা জিনিষ! চোখের সামনে আতশবাজী ফুটেনাই এমন লোক পাওয়া মুশকিল। যদিও সরকারের অনেক বাধা-বিপত্তির কারণে এই ধরণের আতাশবাজী ফোটানো বেশ সমস্যা এবং ঝামেলার। তবে মাঝে মাঝে সরকারই টাকা দিয়ে এই আতশবাজী ফোটায়। যেমন…