Fireworks বা আতশবাজী, আমাদের দেশের বেশ পরিচিত একটা জিনিষ! চোখের সামনে আতশবাজী ফুটেনাই এমন লোক পাওয়া মুশকিল। যদিও সরকারের অনেক বাধা-বিপত্তির কারণে এই ধরণের আতাশবাজী ফোটানো বেশ সমস্যা এবং ঝামেলার। তবে মাঝে মাঝে সরকারই টাকা দিয়ে এই আতশবাজী ফোটায়। যেমন ধরেন ক্রিকেট খেলার উদ্ভোধনী দিনের বা সমাপনী দিনের ছবি! মিরপুর ক্রিকেট স্টেডিয়াম কিংবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, দুইটায়ই কোন না কোন সময় আতশবাজী ফোটান হয়। এ ছাড়া বিয়ে, ঈদ, পুজো ইত্যাদি সময়ে ফোটানো হয় আতশবাজী।
আতশবাজীর ছবি তোলা বেশ জটিল কাজ। তাই এর জন্য দরকার প্রচুর চেষ্টা। এর জন্য বার বার আপনাকে ছবি তুলে চেক করতে হবে। আসুন আমার সাথে সাথে বলুন:
ছবি তুলুন – দেখুন – সেটিংস ঠিক করুন – আবার ছবি তুলুন
এটা আপনাকে মনে রাখতে হবে যে, আপনি যদি আগে আতশবাজীর ছবি না তুলে থাকেন, তাহলে আপনাকে বার বার চেষ্টা করতে হবে। বড় বড় ফটোগ্রাফাররাও এমন ছবি তুলতে হিমসিম খেয়েছেন, আপনাকেও খেতে হতেই পারে। সাধারণত প্রতিবার ছবি তুলতে গেলেই কিছু না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা নিজের আয়ত্বে আনা শিখতে হবে ভূল করতে করতেই। আজকে আমরা আতশবাজীর ছবি তোলা নিয়ে টিপস দেখব। টিপস গুলি মোট তিন পর্বে ভাগ করে দেওয়া হল। আজকে প্রথম পর্ব।
টিপস #১: সঠিক জিনিষ ব্যবহার করা
প্রথমেই লাগবে একটা ট্রাইপড, আর একটা রিমোট। আতশবাজী এর ছবি তুলতে আপনাকে লং এক্সপোজার ব্যবহার করতে হবে। তাই ক্যামেরা এক চুলও নড়া চলবে না। আর এই জন্যই লাগবে ট্রাইপড। তবে কেউ হয়ত বলবে যে ডিলে শর্ট দিয়ে রিমোটের ব্যবহার না করলেও হয়। কিন্তু আতশবাজী যে কখন ছুটবে, তা কি আর আপনি বলতে পারেন? তাই রিমোটই সেরা।
টিপস #২: লো ISO সেট করুন
প্রথমেই আপনার ক্যামেরার ISO অনেক বেশি সেট করবেন না। ১০০ বা ২০০ দিয়ে শুরু করুন। কারণ রাত্রের আকাশ বেশি ISO তে একটু বেশিই নীল আসে। কিন্তু এই নীলের মধ্যেই আসে অনেক নয়েজ। যার কারণে ISO বেশী সেট করা ঠিক হবে না। এছাড়া long exposure এ সাধারণত নয়েজ একটু বেশিই আসে।
টিপস #৩: Long Exposure Noise Reduction অপশন বন্ধ করুন
এই সেটিংসটি সাধারণত অনেক ভাল কাজ করলেও আতশবাজীর ফটোগ্রাফীর জন্য এই অপশনটি আসলে খুব একটা ভাল না। অনেক সময় আতশবাজীর আলোকেও এই সেটিংস নয়েজ মনে করে মুছে ফেলে। তাই আগে থেকেই এই সেটিংস বন্ধ করে রাখাই উচিত।
টিপস #৪: ক্যামেরার live view বন্ধ রাখুন
সাধারণত long exposure এর ছবিতে ক্যামেরা বেশী ব্যাটারী ব্যবহার করে। আর তার সাথে যদি আপনি live view চালু রাখেন, তাহলে ব্যাটারী আরও দ্রুত শেষ হয়ে যাবে। যা আপনার জন্য একটি সমস্যা হতে পারে। এছাড়া লাইভ ভিউ থেকে ভিউ ফাইন্ডার দিয়ে বেশি সহজে ফোকাস করতে পারবেন।
টিপস #৫: ক্যামেরা ম্যানুয়াল মুডে নিন
Fireworks এর ফটোগ্রাফী করতে ক্যামেরাকে ম্যানুয়ালে রাখা ভাল। অটো মুডে কখনই কাজ করবেন না। আর সাটার স্পিড/এপাচার প্রায়োরিটিতেও কাজ করা উচিত না। ক্যামেরার aperture এফ৫.৬ বা এফ৮ সেট করুন। Fireworks ফটোগ্রাফীর জন্য সাধারনত এই দুটি aperture কে optimal ধরা হয়। এর থেকে বেশী এপাচার বা কম এপাচার আতশবাজীর আলো কমিয়ে বা বাড়িয়ে ছবিকে অন্য রকম করে ফেলতে পারে। সাধারণত এফ৮ ব্যবহৃত হয় বেশী।
টিপস #৬: সাটার স্পিড ২ থেকে ১০ সেকেন্ডের মধ্যে রাখুন
শো শুরু হবার আগেই আকাশের কয়েকটি ছবি নিয়ে দেখুন যে আকাশ খুব বেশী অন্ধকার কিংবা খুব বেশি আলোকউজ্জল কি না এবং সেটা ঠিক করতে exposure ঠিক করে নিন। সাটার স্পিড ২ থেকে ১০ সেকেন্ডের মধ্যে রাখলেই চলবে, তবে আপনি চাইলে Bulb মুডে রেখে নিজের ইচ্ছা মত সময়ে সাটার অন-অফ করতে পারেন। এতে করে আপনার ইচ্ছামত আপনি কতটি আতশবাজীর ছবি নিবেন তা নির্ধারণ করতে পারবেন।
টিপস #৭: আগেই ফোকাস করে রাখুন, এবং তারপরে ম্যানুয়াল ফোকাসে চলে যান
প্রথমেই ফোকাস ঠিক করে রাখুন, এবং একবার ফোকাস ঠিক হয়ে গেলে তারপর ম্যানুয়াল ফোকাসে চলে যান। কারণ তা না করলে প্রতিবার ক্যামেরা নিজের মত করে ফোকাস করতে চাইবে, এবং রাতের আধারে ঠিক মত ফোকাস না করতে পারলে তখন আপনার ছবি ব্লার বা নষ্ট হয়ে যেতে পারে। প্রথম ফোকাসের জন্যও চাইলে ম্যানুয়ালীই করতে পারেন। আর সাধারণত যেহেতু একবার এক জায়গায় দাড়িয়ে ছবি তোলা শুরু করলে অন্যখানে যাবার সময়ই পাবেন না, তাই ম্যানুয়ালে নিয়ে গেলেও সমস্যা নাই, কারণ ফোকাসতো নড়ছে না। তবে যদি আপনি আপনার জায়গা চেঞ্জ করেন, তাহলে আপনাকে ফোকাস চেঞ্জ করতে হবে।
টিপস #৮: দরকার হলে Natural Density (ND) Filter ব্যবহার করুন
যদি এমন হয় যে আকাশ সম্পূর্ণ অন্ধকার না (অর্থাৎ সন্ধার পর পর) এই সময়ে আতশবাজীর arch পেতে আপনি natural density filter ব্যবহার করতে পারেন। আপনার exposure সময় যদি কম হয় তাহলে আপনি হয়ত এই arch নাও পেতে পারেন। যদি একবার দেখেন যে সময় খুব কম নেওয়া হয়ে গেছে, তাহলে exposure সময় একটু বাড়িয়ে দিন, এতে করে আপনি আতশবাজীর সুন্দর ছাতির মত শেপ পাবেন। এ ছাড়া আপনার ছবি যদি ওভার এক্সপোজড হয়, তাহলে ND ফ্লিল্টাটার ব্যবহার করতে পারেন। এতে আপনি লম্বা সময়ের এক্সপোজার নিলেও তা সমস্যা করবে না। কম সময়ের exposure হলে কেমন হতে পারে তা নিচের ছবিতে দেখুন।
টিপস #৯: প্রথমদিকের ছবি তোলার চেষ্টা করুন
আতশবাজী যখন ফাটানো শুরু হয়, তখন কিছু সময়ের মধ্যে আকাশ ধোয়ায় ভরে যায়। আর ফলে সঠিক ছবি পাওয়া একটু সমস্যা হয়ে যায়। তাই আগে ভাগে ছবি তুলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
টিপস #১০: সময়ের আগে যান, ভাল জায়গা দখল করেন
এই ধরণের শো তে মানুষ আগে ভাগে গিয়েই ভাল সীট দখল করে। তাড়াতাড়ি যান, দেখে শুনে বসে পড়ুন একটা জায়গা নিয়ে। আর যদি ভাল কোন জায়গা একদম না পান, তাহলেও আছে ব্যবস্থা। শো এর লোকজন বা সুন্দর কোন সাবজেক্ট সহ ছবি তুলুন। নিচের ছবিটি দেখুন।
টিপস #১১: ফ্রেমেযথেষ্ট জায়গা রাখুন
Fireworks ফটোগ্রাফীর অন্যতম একটা সমস্যা হল আগে থেকেই আপনি বলতে বা বুঝতে পারবেন না যে কোথায় গিয়ে ঐটা ফাটবে, আর কতটুকুই বা ছড়াবে। তাই প্রথম শটেই যথেষ্ট যায়গা রাখুন। আগেই বলা হয়েছে, Fireworks ফটোগ্রাফী হচ্ছে ‘ভূল – শুদ্ধি – ভূল – শুদ্ধি’, অর্থাৎ আপনার ভূল হতে থাকবে, আর তা আপনাকেই ঠিক করতে হবে বার বার। ফ্রেমে যথেষ্ট জায়গা রাখার জন্য আপনি horizontal এবং vertical দুই ভাবেই চেষ্টা করে দেখতে পারেন। তবে সব থেকে সহজ উপায় হচ্ছে vertical পজিশনে রাখা, তাহলে আপনি চাইলেই অনেক জায়গা রাখতে পারবেন।
টিপস #১২: কান সজাগ রাখুন, হাত ঠিক রাখুন
Fireworks ফটোগ্রাফীর অন্যতম আরও একটা সমস্যা হল আপনি ঠিক জানেন না যে কখন এটা ছাড়া হবে, আর কখনই বা এটা ফুটবে। তাই কানকে রাখতে হবে সজাগ, আর হাত ঠিক রাখতে হবে, যাতে শব্দ শোনার সাথে সাথেই আপনি ক্লিক করতে পারেন। এর জন্য আপনাকে বেশ কিছু টেষ্ট শট নিতে হতে পারে, সব সময় মনে রাখবেন, ভূল হতেই পারে। তবে আপনি চাইলে আগে থেকে শট নিয়ে অপেক্ষা করতে পারেন, এ ক্ষেত্রে আপনাকে কিছুটা predict করতে হবে, আর ক্যামেরাকে রাখতে হবে Bulb মুড এ।
টিপস #১৩: ক্যামেরা রাখুন উত্তরমূখী
Fireworks ফটোগ্রাফীর জন্য আকাশ যত কাল থাকে ততই ভাল। কারণ আকাশ অন্ধকার মানে আপনার আতশবাজীর রেখাগুলি পরিস্কার আসবে। সাধারণত সন্ধার একটু পর পরই আমাদের দেশে আতশবাজী ফোটানো হয়, আপনি যদি ক্যামেরা পশ্চিমমূখী হয়ে ছবি তুলেন, তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ছবিতে আকাশ অনেক বেশী উজ্জল আসবে, যা হয়ত আপনার Fireworks এর উজ্জলতাকে কমিয়ে দিতে পারে। আর আপনি এটা কখনই পছন্দ করবেন না। আবার পূর্ব আকাশেও বেশ আলো থাকে। আবার আমাদের দেশে সাধারণত সব সময়ই সূর্য একটু দক্ষিণে হেলে থাকে, বিষেশ করে শীত যত কাছে আসতে থাকে তত বেশী দক্ষিণ দিকে সরতে থাকে। তাই সব সময় আতশবাজী ফোটানোর দক্ষিণ দিকে বসে উত্তর দিকে ক্যামেরা মুখ করে নিয়ে বসতে পারলে আপনি আকাশ পরিস্কার কাল পাবেন, আশাকরা যায়।
প্রিয় পাঠক, এত সময় যতগুলি টিপস দেওয়া হয়েছে, তার সব কটিই ছিল কিভাবে Fireworks এর ছবি তুলতে পারেন, এবার দুটি টিপস দিব, যাতে আপনার ছবি একটু অন্যরকম কি করে দেখাতে পারে তার উপরে।
টিপস #১৪: Telephoto শটও ট্রাই করুন
সবাই সব সময় wide ছবি তুললেও আপনি কিছু telephoto তুলে দেখতে পারেন, এতে করে ছবি ভিন্নতা পাবে। নিচের ছবিটি দেখতে পারেন। এটা করার জন্য ঠিক যেখানে firework টি ফাটবে, সেখানে বাদে অন্য খানে ফোকাস করুন।
টিপস #১৫: ছবি তোলার সময় জুম করুন
যদি আপনার জুম লেন্স থাকে, তাহলে ছবি নেবার সময় জুম করুন। অর্থাৎ সাটার চাপার পর পর জুম ইন করতে থাকুন। তবে এটা করতে হলে আপনাকে যা করতে হবে, তা হল প্রথমে সর্ব্বোচ্চ জুম সেট করে ফোকাস করতে হবে, এবার জুম আউট করতে হবে। এবার সাটার চেপেই জুম ইন করা শুরু করুন। তাতে করে আপনার ভাগ্য ভাল থাকলে মূল ছবিটায় আতশবাজী ফাটার দৃশ্য থাকবে পরিস্কার, এবং বাকি অংশে থাকবে অন্য রকম এক ইফেক্ট। নিচের ছবির একদম নিচের দিকের লম্বা দাগ গুলি আপাত দৃষ্টিতে লেজারের আলো মনে হলেও আসলে তা কিন্তু লেজারের আলো না। আসলে ঐ আলো গুলে অন্য কোন লাইটের ছিল, কিন্তু জুম ইন করার কারণে ঐ আলোগুলি এমন দেখাচ্ছে।
তো, এই ছিল আমার ১৫টি টিপসের মেগা পোষ্ট! বরাবরের মতই লেখাটি অন্য অনেক কয়েকজন ফটোগ্রাফারের লেখা এবং কয়েকজন ফটোগ্রাফারের সাথে সরাসরি কথা বলে তারপর লেখা। হতে পারে অন্য ফটোগ্রাফাদের ব্লগ থেকে সংগ্রহ করে লেখা, কিন্তু এই টিউটোরিয়াল গুলি খুজে বের করে, বিভিন্ন খান থেকে একসাথ করতে এবং সর্বশেষে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলায় লেখা যথেষ্ট কষ্ট সাধ্য।