১. প্রথমে ব্লোয়ার দিয়ে ব্লো করে নিতে হবে ভালো ভাবে। লেন্স পেন থাকলে সেটার ব্রাশ দিয়ে হালকা করে ধুলো গুলো সরিয়ে দেয়া যায় ।
২. লেন্স পেন থাকলে সেটার মাইক্রোফাইবার টিপ দিয়ে হালকা করে ঘষে আঙুলের ছাপ তুলে ফেলা যায়। কখনোই জোরে চাপ দেয়া উচিত নয়, তাতে ফ্রন্ট এলিমেন্টে স্ক্র্যাচ পড়তে পারে ।
৩. ফ্রন্ট এলিমেন্টে এর পরেও কোন স্পট থাকলে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে হালকা করে ঘষে তুলে ফেলা যায়। না উঠলে জোরে না ঘষা দেয়াই ভালো কারন ফ্রন্ট এলিমেন্টের উপরে বেশ কয়েকটা কোটিং থাকে, সেটা ক্ষতিগ্রস্থ হতে পারে। মাইক্রোফাইবার ক্লথ লাগানোর আগে অবশ্যই ব্লোয়ার দিয়ে ব্লো করে নেয়া উচিত ।
ঘর্মাক্ত অবস্থায় কখনোই লেন্স পরিষ্কার করা উচিত না। নোংরা হাতে তো নয়ই। আর লেন্সের ফ্রন্ট এলিমেন্টে কখনো কোন লিকুইড কেমিক্যাল/স্প্রে লাগানো উচিত না। এতে ফ্রন্ট এলিমেন্ট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।
লেন্স পেন, ব্লোয়ার এবং মাইক্রোফাইবার ক্লিনিং ক্লথ হাতের কাছে রাখা উচিত। লেন্স পেন খুব হ্যান্ডি একটা জিনিস। বাইরে ক্যামেরা ব্যবহারের সময় এটা তাড়াতাড়ি পরিষ্কারের কাজে লাগে। ব্যবহার করা হলে মাইক্রোফাইবার ক্লথটিকে একটি এয়ারটাইট প্লাস্টিক জিপার ব্যাগে রেখে দেয়া ভালো। আর সম্ভব হলে সবসময় ডেসিকেটর ব্যবহার করা উচিত।
(ইমেজ ক্রেডিট : http://maxsaver.net/images/products/desimages/lenspen_use.gif)
দাদা, এগুলোর দাম কেমন হতে পারে?