ভালো ছবি তোলার সহজ কৌশল-২ – অনীক ইসলাম জাকী

কি কি কাজে আপনি পারদর্শী নন তার একটি তালিকা বানিয়ে নিন। সেই কাজগুলো একে এক রপ্ত করার চেষ্টা করুন। একটিতে উন্নতি করলে পরের কাজটি প্রাকটিস করুন। কোন একটি ছবি ভালো না হলে সেটা ত্যাগ করা যাবে না। আরও সময় দিতে হবে ছবিটার পেছনে। ঘুরে ফিরে আরও ভালো ছবি তোলার চেষ্টা করতে হবে। দ্রুততার সাথে ছবি না তুলে একটু সময় নিয়ে কয়েকবার ছবি তোললে ভালো ফলাফল পাওয়া যায়। নিজের ভুলগুলো থেকে সবচেয়ে তাড়াতাড়ি শিক্ষা নেয়া যায়। তাই বারবার ছবি তুলে ছবির যে অংশ ভাল লাগছে না তা নিজে নিজে যাচাই করে আবার ছবি তুলতে তুলতে একদিন ভাল ফটোগ্রাফার হয়ে যাবেন। আসল কথা হলো,ভাল ফটোগ্রাফার হতে সময় লাগে । কিছুদিন ছবি তুলে ভাল কিছু না করতে পেরে ছেড়ে দিলে কি চলবে? ধৈর্য্য সহকারে নিয়মিত অনুশীলনই সফলতার হাতিয়ার।

 

হ্যাপি ক্লিকিং………

2 thoughts on “ভালো ছবি তোলার সহজ কৌশল-২ – অনীক ইসলাম জাকী

Leave a Reply