ফটোশপ টিপস – আফতাব উজ্জামান

যারা ফটোশপ ইউজ কর তাদের জন্য ছোট্ট টিপস। অনেকে নিশ্চয় জানো, কিন্তু আমার জানতে সময় লেগেছিল তাই ভাবলাম বলি, যদি কারো কাজে লাগে। ফটোশপে কোন কোন লেয়ারে preserve luminosity অপশন থাকে। অর্থাৎ সেই লেয়ারে কাজ করার সময় ছবির উজ্জ্বলতা কমবেশি হয়, কিন্তু এই অপশন সিলেক্ট করলে উজ্জ্বলতা মোটামুটি ঠিক থাকে। হিউ/ স্যাচুরেশন লেয়ারে এই অপশনটা নাই। স্যাচুরেশন কম বেশি করলে ছবির উজ্জ্বলতাও কমবেশি হয়। ওখানে Lightness নামের একটা স্লাইডার আছে উজ্জ্বলতা ঠিক করার জন্য, কিন্তু ওটা কোন কাজের না। অন্য একটা পথ আছে। সহজ। হিউ/ স্যাচুরেশন লেয়ারে কাজ করার সময় Blending mode বদলাতে হবে, Normal থেকে বদলে Saturation বা Color করতে হবে। এতে করে স্যাচুরেশন কমবেশি করলেও উজ্জ্বলতা মোটামুটি ঠিক থাকবে। একইভাবে হিউ বদলালে উজ্জ্বলতা কমবেশি হবে, এই ক্ষেত্রে Blending mode রাখতে হবে Hue, উজ্জ্বলতা মোটামুটি ঠিক থাকবে। নিচের ছবিতে স্যাচুরেশন কমানো হয়েছে। Blening mode রাখা হয়ছে Color।

Leave a Reply