ক্যামেরার লেন্স ফিল্টারের বেসিক ধারণা

ফটোগ্রাফাররা লেন্সের সম্মুখে কাঁচ ব্যবহার করেন ছবির ভিন্নতা আনেন যাকে বলে ফিল্টার। ফিল্টার বিভিন্ন ধরণের হয় থাকে।

১. ইউভি ও স্কাইলাইট ফিল্টার:

Shutterstock

এই ফিল্টার লেন্সের ফ্রন্ট এলিমেন্টকে ধূলা, ক্র্যাচ পড়া, ক্র্যাক পড়া থেকে সুরক্ষা দেওয়া। ফটোগ্রাফি ফ্লিমের ইউভি-রে এর রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটি সব ধরণের ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার হয়।

২. পোলারাইজিং ফিল্টার:

Shutterstock

এই ফিল্টার ছবির স্যাচুরেশন ও কনট্র্যাস্ট বাড়ায়। আকাশের রং আরো নীল বাড়ায়। এছাড়া পানির ও গ্লাসের বিপরীতে রিফ্লেকশন ও গ্লেয়ার কমিয়ে আনে। এটি সানগ্লাসের মতন। এটি মূলত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে বেশি ব্যবহার হয়।

৩. নিউট্রাল ডেনসিটি ফিল্টার (এনডি):

Shutterstock

ঘন কালো কাঁচযুক্ত ফিল্টার যা লেন্সের ভিতর দিয়ে সেন্সরে আলোর প্রবেশের পরিমাণকে হ্রাস করে। অতিরিক্ত আলোর উৎসে যেমন দুপুরের সূর্যের আলো অতিরিক্ত ফ্ল্যাশ লাইটের বিপরীতে ব্যবহার করা হয়। এটির মাধ্যমে ছবির রঙের কোন পরিবর্তন ঘটে না। এটি ব্যবহার করে দিনের বেলায় অতিরিক্ত আলোতে স্লো শাটারের ছবি তোলা যায়। ছবির ভিতর মোশন ব্লার বানাতে সাহায্য করে। ঝর্ণার ছবির জলধারাকে সিল্কি করে তুলে। ল্যান্ডস্কেপ ও ফ্ল্যাশ ফটোগ্রাফিতে এই ফিল্টার অনেক জনপ্রিয়।

৪. গ্র্যাডুয়েটেড এনডি ফিল্টার (জিএনডি):

Shutterstock

এই ফিল্টার মূলত ৪:৬ অনুপাতে লম্বালম্বি ভাবে কালো ও স্বচ্ছতা তৈরির মাধ্যমে রৌদ্রজ্জ্বল আকাশ ও অন্ধকার ফোরগ্রাউন্ড এক্সপোজার ব্যালেন্স করার জন্য ব্যবহৃত হয়। এই ফিল্টারে স্টপের মাধ্যমের অন্ধকারচ্ছন্ন করার পরিমাণ নির্ভর করে। এই ফিল্টার ব্যবহার করে কন্ট্রাস্ট বাড়ানো হয়। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে বেশি ব্যবহার করা হয়।

৫. রঙীন কাঁচের ফিল্টার:

Shuuerstock

এই ধরনের ফিল্টারের কাঁচের রঙ সাধারণ নীল, লাল, কমলা, হলুদ, সবুজ হয়ে থাকে। বিভিন্ন রঙের ফিল্টার দিয়ে বিভিন্ন দৃশ্য সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। একটি ছবির ওয়াইট ব্যালেন্সে পারফেক্টশন আনতে রঙীন ফিল্টার লাগিয়ে কালার কারেকশান করা হয়। এই ফিল্টার সব ধরণের ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

৬. ক্লোজ আপ ফিল্টার:

Shutterstock

এই ধরনের ফিল্টারকে ম্যাক্রো ফিল্টারও বলা হয়। সাধারণত ছোট বস্তু ছবি খুব কাছের থেকে তোলার জন্য ব্যবহার করা হয়। এই ফিল্টার ব্যবহার করে যে কোন সাবজেক্ট খুব কাছের থেকে ফোকাস করা যায়। ম্যাক্রো ফটোগ্রাফিতে এই ধরনের ফিল্টার ব্যবহার করা হয়।

৭. স্পেশাল ইফেক্টস ফিল্টার:

Shutterstock

স্টার, লাভ আইকন ইত্যাদি বিভিন্ন রকমের ফিল্টার হতে পারে। কিছু ফিল্টার দিয়ে বুকেহ আনা হয়। কনসেপ্চুয়াল ফটোগ্রাফিতে এই ফিল্টার বেশি ব্যবহার হয়।

ছবি: Shutterstock

হ্যাপি ক্লিকিং

Leave a Reply