এমনটা প্রায়ই হয়ে থাকে একটা ছবি তোলার পর কম্পিউটারে নিয়ে পোস্ট প্রসেসিং করার সময় দেখা যায় ছবিটি অস্পষ্ট রয়ে গেছে। এডবি ফটোশপে ছবি শার্প করার সবচেয়ে জনপ্রিয় দু’টি পদ্ধতি হচ্ছে, UnSharp Mask ও High Pass পদ্ধতি। অনেক সময় ছবিটি তোলার সুযোগ নাও থাকতে পারে সেই ক্ষেত্রে UnSharp Mask ও High Pass ব্যবহার করে এ ধরনের সমস্যা সমাধান করতে পারেন। তবে মনে রাখবেন এটি কিন্তু সাময়িক সমাধান, সব সময় অস্পষ্ট ছবি তুলে UnSharp Mask ও High Pass ব্যবহার করার মতন অভ্যাস গড়ে তোলা কিন্তু ভালো অভ্যাস হবে না এবং এটি আপনার স্বাভাবিক ছবি তোলার দক্ষতাকে নষ্ট করে দিতে পারে।
এডবি ফটোশপে ছবি শার্প করার জন্য UnSharp Mask ব্যবহার করতে পারেন। এরজন্য ফটো শপে ছবি ওপেন করার পর আপনাকে যেতে হবে Filters মেনুতে। এই মেনু থেকে প্রথমে Sharpen এরপর Unshatp Mask সিলেক্ট করুন। নতুন একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে Amount, Radius, Threshold এই ৩টি প্যারামিটার সেট করতে হবে।
১. মানুষের জন্য Amount 150%, Radius 1, Threshold 10
২. সিটিস্কেপ, আরবান বা ট্রাভেল ফটোগ্রাফির জন্য Amount 65%, Radius 3, Threshold 2
৩. অন্যান্য / সাধারণ Amount 85%, Radius 1, Threshold 4
আরেকটি পদ্ধতি আছে, ছবিটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরী করে নিতে হবে…. এরপরে নতুন তৈরী করা লেয়ারটি সিলেক্ট করে Filter > Others > High Pass এ গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী ভেলু দিন।
এখন লেয়ার মুড Overlay দিয়ে দিন। আর বেশী শার্প করতে চাইলে Hard Light ব্যবহার করতে পারেন।
(সূত্র – স্কট কেলবি, ডিজিটাল ফটোগ্রাফী বুক ১)
Though I know very very small amount of photography, I think the best way of using unsharp mask is to change the mode to lab color> unmark every option in channels except lightness> Then using unsharp mask. Thanks