ফটোগ্রাফির সবচেয়ে আকর্ষনীয় বিষয়গুলোর মধ্যে স্টার ট্রেইল অন্যতম। শীতকাল চলে এসেছে প্রায়। রাতের মেঘমুক্ত ঝকঝকে আকাশ স্টার ট্রেইলের জন্য আদর্শ। এসময় মেঘমুক্ত আকাশে তারা গুলোকে উজ্জ্বল দেখা যায়, আমাদের চোখে ধরা না পড়লেও অনবরত এরা স্থান পরিবর্তন করছে। তাদের চলার এই পথটি ক্যামেরা দিয়ে খুব সহজেই ধরে রাখা যায়। আর এটিকেই মূলত স্টার ট্রেইল বলে। এর জন্য আপনার কিছুটা সময় এবং ধৈর্য এর প্রয়োজন।
অনেকের কাছেই এটি তোলা অনেক কষ্টের মনে হলেও বাস্তবে এটি খুব সহজ। শহরের আলোমুক্ত এলাকা পাওয়া যায়না। বাইরে এধরনের ছবি ভালো করে তোলা গেলেও যাদের বাইরে যাবার সুযোগ নেই তারা বাসার ছাদে এমনকি ঘরে বসেও ছাদের দিকে ক্যামেরাটাকে তাক করে তুলে ফেলতে পারেন।
আমি এখানে মূলত বেসিক স্টার ট্রেইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। স্টার ট্রেইল এর পুরো কাজটি করতে হবে লং এক্সপোজারে।
স্টার ট্রেইল তুলতে হলে আপনার ক্যামেরাটিকে উত্তরের আকাশের দিকে সেট করুন। এদিকে সেট করলে আপনি সবচেয়ে বেশি তারা বিশেষ করে সেন্টার পয়েন্ট পাবেন। এখানে যে ব্যাপারগুলো হতে পারে। তারাগুলো স্পাইরালি ঘুরবে নাকি ডায়াগনালি। এক্ষেত্রে আপনি SkySafari appটি ব্যবহার করে দেখতে পারেন আপনার স্মার্ট ফোনে। এটি আপনাকে বিভিন্ন তারার অবস্থান জানতে সহায়তা করবে।
স্টার ট্রেলের জন্য মুলত যা লাগবেঃ
১> ক্যামেরা ও লেন্স
২> ট্রাইপড
৩> সাটার রিলিজ ক্যাবেল অথবা ইন্টারভেলোমিটার
৪> সফটওয়্যার
১> ক্যামেরা ও লেন্স
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যামেরা। ফুল ফ্রেম ক্যামেরা হলে ভালো। এক্ষেত্রে নয়েজ আসার সম্ভাবনা কম থাকে। ক্রপ বডি হলেও চলবে।
লেন্সের ক্ষেত্রে ওয়াইড এঙ্গেল সাথে ওয়াইড এপার্চার হলে ভালো হয়।
২> ট্রাইপড
এক্ষেত্রে ক্যামেরা এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল ট্রাইপড। নিম্নমানের ট্রাইপড ব্যবহারে বাতাসে এটি নড়ে গেলে আপনার ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। ভালো ট্রাইপড ব্যাবহার করাটা খুবই জরুরী।
৩> সাটার রিলিজ ক্যাবেল অথবা ইন্টারভেলোমিটার
আপনি সাটার রিলিজ ক্যাবেল ব্যবহার করতে পারেন। এটি ব্যাবহার করবেন যেন ক্যামেরার ঝাঁকুনি যেন না হয়। সাথে ইন্টারভেলোমিটার ব্যাবহার করলে ভালো হয়। সেইক্ষেত্রে আপনি কতগুলো ছবি তুলবেন কতক্ষণ সময় ব্যায় করে, সব সেট করে দিতে পারবেন। এটা না থাকলে সময়ের হিসাবটা ম্যানুয়ালি করতে হবে।
৪> সফটওয়্যার
ADOBE PHOTOSHOP CS5 হলে ভালো। CS6 হলে আরও ভালো। Star Tracer ফাকা জায়গা পূরণ করার জন্য ভাল।
স্টার ট্রেইল মূলত দুইভাবে তোলা যায়।
১. এক এক্সপোসারে।
২. অনেকগুলো ছবির স্ট্যকিং।
ফিল্ম যুগের ফটোগ্রাফাররা প্রথম পদ্ধতি অবলম্বন করত। এক্ষেত্রে ক্যামেরা সেটিংসটা এরকম রাখবেনঃ
সাটার স্পিড কে বাল্ব মোডে নিয়ে যতক্ষণ ধরে স্টার ট্রেইল তুলতে চান ততক্ষণ ধরে সাটার চেপে বসে থাকবেন। আপনার সাটার রিলিজ রিমোট ব্যবহার করতে পারেন। সময় ৩০ মিনিট থেকে শুরু করে ৬-৭ঘন্টাও নিতে পারেন।
এপারচার এর ভ্যালু যত কম রাখা যায় তত সুবিধা। যেমনঃ f/2.8, f/3.5 ইত্যাদি। এপারচার ওয়াইড রাখলে বেশি আলো ঢুকতে পারবে ফলে আই.এস.ও কম রাখতে পারবেন।
আই.এস.ও এ প্রথম পদ্ধতি এর ক্ষেত্রে ১০০ রাখবেন।
বর্তমানে এটি অনুসরণ করা হয়না। প্রথমতঃ দূর্ঘটনাবশত আপনার ক্যামেরার সামনে কোন প্রয়োজনের বহিরের অতিরিক্ত আলোর কণা এসে পড়লে আপনার পুরো ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়তঃ আপনার ক্যামেরাটা যদি একবার একটুও কেঁপে যায় তাহলেও আপনার পুরো ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয়তঃ এধরণের পদ্ধতি অবলম্বন করলে আপনার ছবিতে প্রচুর নয়েজ আসার আশঙ্কা রয়েছে।
বর্তমানে ফটোগ্রাফাররা দ্বিতীয় পদ্ধতিটি অবলম্বন করেন। এক্ষেত্রে ক্যামেরা সেটিংসটা এরকম রাখবেনঃ
সাটার স্পিড ৩০ সেকেন্ড।
এপারচার আগের মতই।
আই.এস.ও এর নির্দিষ্ট কোন ভ্যালু নেই। ১০০ থেকে বাড়িয়ে বাড়িয়ে আপনাকে দেখতে হবে আপনি যে পরিবেশে ছবি তুলবেন ঐখানে কতটুকুন আলো দরকার। কয়েকটি টেস্ট সট নিবেন। যত কম আই.এস.ও রাখা যায় নয়েজ আসার সম্ভাবনা তত কম।
এবার সাটার রিলিজ রিমোট থাকলে সেইটিতে সময় নির্ধারণ করে দিন। ৩০ মিনিট থেকে ৫/৬ ঘন্টা। প্রতিটা ছবি ৩০সেকেন্ড করে। রিমোট না থাকলে ক্যামেরা সেটিংসে সিঙ্গেল সট থেকে মাল্টি সট অথবা বার্স্ট মোড সিলেক্ট করুন। এবার সাটার রিলিজের বাটন টিকে কোন কিছু দিয়ে চেপে ধরে রাখার ব্যবস্থা করুন। এক্ষেত্রে রাবার ব্যান্ড এর কৌশলটি বেশ জনপ্রিয়। কোন ছোট বস্তুকে ছবির মত রাবার ব্যান্ড দিয়ে আটকাতে পারেন। এভাবে আটকানোর পরে উপরের সময়ের মত ছবি তোলা শুরু করে দিন।
এবার আপনার ছবি তোলা শেষ হল। দেখা গেল, ৫০-৫০০ এর অধিক ছবিও হয়ে যেতে পারে। প্রসেসিং নিয়ে অনেকেই ভয় পান! দেখুন কত সহজে শিখিয়ে দেই!
প্রথমে সবগুলো ছবি একটি ফোল্ডারে নিন। এতে কাজ সহজ হবে। এডোবি ফটোশপ ওপেন করুন। এরপর নিচের পদ্ধতি অনুসরণ করুন।
File>> Scripts>> Load files into stack
এবার ছবিগুলো সিলেক্ট করে দিন। Attempt to automatically align source images এ ক্লিক করুন। ওকে করুন। এবার অপেক্ষা করুন লোড হওয়ার জন্য! লোড হয়ে গেলে সবগুলো ছবি শিফট ধরে সিলেক্ট করুন। উপরে ব্লেন্ডিং মোড Normal এ দেয়া আছে। Lighten/ Screen সিলেক্ট করুন। একবারে না হলে আলাদা করে ছবি ধরে ব্লেন্ডিং মোড Lighten/ Screen করুন।
ব্যাস! হয়ে গিয়েছে। এবার যেকোনো একটি ছবির নামের উপরে Right Click করে Flatten Image অথবা Merge layers এ ক্লিক করুন। এবার ছবি সেভ করুন।
এভাবেই খুব সহজে আপনি স্টার ট্রেইল তুলতে পারবেন।
আমার Saint Martin’s Island Tour এ তোলা প্রথম স্টার ট্রেইল।
থ্যাংকস ভাইয়া… সাক্সেসফুলি স্টার ট্রেইল করতে পারলাম আপনার টিপস অনুযায়ী 🙂
Khub sundor explain kore bujie chen I should be try thanks for sharing
বস, এটা সহজ হলে জটিল পদ্দতি যে কেমন বুজতেচিনা 😀