ক্যামেরার ঝাঁকুনি বা নড়াচড়া কিভাবে হ্রাস করবেন- ৬ টি কৌশল

ক্যামেরার ঝাঁকুনি বা নড়াচড়া কিভাবে হ্রাস করবেন- ৬ টি কৌশল

avoid-camera-shake

সত্যি বলতে আমার নিজেরও ছবি তোলার সময় ক্যামেরা ঝাঁকুনি বা নড়াচড়ার ঘটনা ঘটে। কারন ছবি তোলার জন্য আমাকে বা আমাদেরকে প্রতিনিয়ত নড়াচড়ার মধ্যে থাকতে হয়; তাছাড়া আমাদের হাতও পুরোপুরি স্থির নয়।

আমি যতটা সম্ভব VR (Vibration Reduction) অথবা IS (Image Stabilization) সুবিধা আছে এমন লেন্স বেছে নেই। এই ধরনের সুবিধাসহ লেন্স কিনতে আপনাকে  অবশ্যই কিছু অতিরিক্ত টাকা খরচ করতে হবে। আমার জন্য এই অতিরিক্ত ব্যায় অবশ্যই গুরুত্ব বহন করে। কিন্তু আমরা যখন খুব স্লো-শাটারে ছবি তুলি তখন VR বা IS সুবিধা কোন কাজে আসবে না।

এখন ক্যামেরার ঝাঁকুনি বা নড়াচড়া এড়ানোর ও চমৎকার শার্প ছবি পাওয়ার ৬ টি কৌশল নিয়ে আমরা আলোচনা করবঃ

১. দুই কুনুই শরীরের সাথে চেপে রাখুনঃ  যতটা সম্ভব আপনার উভয় কনুই শরীরের উপর চেপে ধরুন এবং শাটার চাপ দেয়ার আগে সমস্ত নিঃশ্বাস বেড় করে দিন। যখন ওয়াইড অ্যাপারচার এবং স্লো শাটারে ছবি তুলবেন তখন সামান্য নিঃশ্বাসের কারনে ঝাঁকুনি বা নড়াচড়া হতে পারে। তাই দুই হাতের কুনুই শরীরের সাথে শক্ত করে চেপে রাখলে তা শরীর স্থির রাখতে অনেকটা সাহায্য করে। ছবি তোলার সময় শরীর স্থির রাখতে আমি নিজেও সব সময় এই কৌশল অনুসরন করি।

avoiding-camera-shake-1

২. বাম কাঁধ উচু রাখুনঃ আমি অবশ্যই ভিউফাইন্ডারে ডান চোখ রেখে ছবি তুলি কিন্তু এই পদ্ধতি অনুসরণ করার জন্য আমি সাময়িক ভাবে আমার বাম চোখ ভিউফাইন্ডারে রাখি। তারপর আমার বাম কাঁধ উঁচু করে ধরি এবং বাম কুনুই বুকের খাচার সাথে লাগিয়ে রাখি। আরও বেশি দৃঢ়তার প্রয়োজন হলে ডান কুনুই বুকের সাথে চেপে রাখি। এবার ঝাঁকুনি রোধের জন্য প্রথম কৌশলের মত শাটার চাপ দেয়ার আগে সমস্ত নিঃশ্বাস ছেড়ে দেই।

avoiding-camera-shake-2

৩. হাটু দিয়ে ট্রাইপড তৈরী করুনঃ  বসা অবস্থায় বাম কুনুই বাম হাটুর উপরে রেখে আপনি আপনার নিজের ট্রাইপড তৈরী করতে পারেন। নড়াচড়া রোধ করতে ডান কুনুই সুবিধাজনক স্থানে রাখুন।

avoiding-camera-shake-3

৪. মেঝেতে শুয়ে পড়ুনঃ এই দুইটি ছবিতে দেখাচ্ছে কিভাবে ট্রাইপড ছাড়া সবচেয়ে ভালভাবে আমরা ক্যামেরার নড়াচড়া রোধ করতে পারি। ভূমির সাথে সমতল হয়ে শুয়ে পড়ুন এবং লেন্সও একইভাবে সমতলে রাখুন। এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আপনি হয়তো আপনার পছন্দ মত এঙ্গেল বা ফ্রেমে ছবিটি তুলতে পারবেন না, যদি না আপনি মেঝের ছবি তুলতে চান। প্রথম ছবিতে আপনি খেয়াল করে দেখবেন যে আমি আমার হাত কনক্রিটের উপর সমতল ভাবে রেখেছি এবং কিছুটা উচ্চতা পাওয়ার জন্য লেন্সটি হাতের উপর রেখেছি। দ্বিতীয় ছবিতে আমি আমার হাত মুষ্টিবদ্ধ করে তার উপর লেন্স রেখেছি যাতে আরও বেশি উচ্চতা পাওয়া যায়।

how-to-avoid-camera-shake-1

৫. দ্যা মেশিনগান হোল্ডঃ এই পদ্ধতিটি “মেশিনগান হোল্ড” নামেও পরিচিত। আমি খুব কম সময় এই কৌশল অবলম্বন করি; কারন এটা দেখতে অনেকটা বেমানান মনে হয় এবং সঠিকভাবে ১-২ সেকেন্ডের বেশী ধরে রাখাও কঠিন। পদ্ধতিটা হয়তো আমার জন্য কাজ করছে না; তার মানে এই নয় যে অন্য কারো ক্ষেত্রেও কাজ করবে না। সুতরাং চেষ্টা করে দেখতে পারেন।

avoiding-camera-shake-6-1

৬. দোলনা তৈরী করুনঃ  নিচের ছবিতে আপনারা দেখছেন যে, লেন্সের জন্য আমি আমার কাঁধ ও কব্জির মাঝামাঝি একধরনের দোলনার মত তৈরী করেছি। ক্যামেরা ও শরীর যাতে না নড়ে সে জন্য কুনুই আর হাটু দিয়ে ভারসাম্য রক্ষা করেছি।

avoiding-camera-shake-7

উপড়ের কৌশলগুলো অবলম্বন করে আমরা ক্যামেরার নড়াচড়া অনেকটা রোধকরতে পারি যা আমাদেরকে সুন্দর ও শার্প ছবি পেতে সাহায্য করবে।

 

বিদ্রঃ উপরোক্ত লেখাটির মুল লেখক Natalie Norton এবং মুল আর্টিকেল

গ্র্যাসহপার্স শুধুমাত্র মুল লেখার বাংলা সংস্করন প্রকাশ করেছে।

Leave a Reply