ক্যামেরার ইন্টার্নাল লাইট মিটারের সাহায্যে ম্যানুয়াল মোডে কারেক্ট এক্সপোজার পাওয়ার সহজ উপায় – হাসিন হায়দার

ফিল্ম ক্যামেরার সময় ফটোগ্রাফার দের জন্য একটা অতিপ্রয়োজনীয় গ্যাজেট ছিল এক্সটার্নাল লাইট মিটার। এই লাইট মিটার দিয়ে যেকোন আলোতে কারেক্ট এক্সপোজার পাওয়ার জন্য আইএসও, অ্যাপারচার এবং শাটার স্পিডের মাপ পাওয়া যায়। একবার ভ্যালু গুলো পেয়ে গেলে এর পরে শুধু ক্যামেরায় সেগুলো ইনপুট দিয়ে সহজেই ফটোগ্রাফাররা তুলে ফেলতেন সঠিক এক্সপোজারের ছবি।

এখনকার দিনেও স্টুডিও ফটোগ্রাফিতে বা খুব জটিল/ক্রিয়েটিভ লাইটিং সিচুয়েশনে এক্সপোজার ঠিক করার জন্য অনেকে এক্সটার্নাল লাইট মিটার ব্যবহার করেন। কিন্তু মজার ব্যাপার হল যে অনেকেই জানে না যে আপনার প্রিয় ডিএসএলআর এও একটা অত্যন্ত ভালো লাইট মিটার বিল্ট ইন অবস্থায় রয়েছে, যা আলোর পরিমান হিসেব করে আপনাকে সঠিক শাটার স্পিড ( অ্যাপারচার প্রায়োরিটি মোডে) কিংবা সঠিক অ্যাপারচার ভ্যালু (শাটার প্রায়োরিট মোডে) বলে দিতে পারে। এজন্যই ফটোগ্রাফার দের কাছে এভি কিংবা টিভি মোড এত জনপ্রিয়।

কিন্তু মুশকিল হয় তখনই যখন নতুন নতুন ম্যানুয়াল মোডে ছবি তুলতে যাবেন। কারেক্ট এক্সপোজার না পেয়ে অনেকের মাথার চুল ছেঁড়ার অবস্থা হয়, আবার অনেকে হতাশ হয়ে পড়েন ম্যানুয়াল মোডে ভালো ছবি তুলতে না পেরে। সেক্ষেত্রে মনে রাখা দরকার যে আপনার ক্যামেরার ইন্টার্নাল লাইট মিটার হতে পারে আপনার সবচেয়ে ভালো সঙ্গী। ক্যানন ক্যামেরায়  কিউ বাটন  চাপলে  যে  স্ক্রিন  আসে  (নাইকনের

স্ক্রিনটা কি বাটনে আসে জানা নাই) সেখানে উপরের ছবির মত করে একটা অংশ দেখতে পাবেন। এই স্কেলটিকে বলে ইভি স্কেল বা এক্সপোজার ভ্যালু স্কেল। এটা দিয়ে আপনি আপনার ছবির এক্সপোজার কেমন হল তা বুঝতে পারবেন। যদি ইভি স্কেলের ভ্যালু জিরো তে থাকে, তার মানে হল সঠিক এক্সপোজার। জিরোর বাম পাশে থাকে আন্ডার এক্সপোজড এবং ডানে থাকলে ওভার এক্সপোজড ছবি পাবেন। এখন প্রশ্ন হল ম্যানুয়াল মোডে তো আপনাকে শাটার স্পিড, অ্যাপারচার ভ্যালু (এফ ভ্যালু) এবং আইএসও সবই নিজে নিজে সেট করতে হয়। তখন কেমন করে দ্রুত সঠিক এক্সপোজারে তুলতে পারবেন। উত্তর টা খুবই সহজ, জাস্ট ছবি তোলার সময় নিচের ওয়ার্ক ফ্লো অনুযায়ী কাজ করুন :

১. আইএসও সবচেয়ে কমে সেট করুন

২. এফ ভ্যালু যেমন চান সেটা সেট করুন

এবার ভিউ ফাইন্ডারে চোখ রেখে ফ্রেম ঠিক করুন। এবার ভিউ ফাইন্ডারের মাঝেই দেখুন সেই উপরের ছবির মত একটা ইভি স্কেল দেখা যাচ্ছে যেটা জিরোর বামে অথবা ডানে সেট হয়ে আছে। এবার শাটার স্পিড কমান বা বাড়ান, সাথে সাথে খেয়াল করুন যে ইভি স্কেলেরও মান পরিবর্তন হচ্ছে। এভাবে যেই শাটার স্পিডে ইভি স্কেলের মান জিরো হবে – সেই সময় শাটারে চাপ দিয়ে ছবি তুলুন! একদম ঝকঝকে ছবি, কারেক্ট এক্সপোজারে ।

যদি মনে হয় শাটার স্পিড অনেক স্লো হয়ে গেছে, এর চেয়ে স্লো করলে ছবি শার্প হবে না, সেক্ষেত্রে ইভি স্কেলে জিরোর উপরে পয়েন্টার আনার জন্য কিন্তু আপনি আইএসও বাড়াতে পারেন। ঠিক একই ভাবে আপনার যদি মনে হয় আইএসও সবচেয়ে কম রাখার পরেও এবং শাটার স্পিড বেশি রাখার পরেও আলোর পরিমান অনেক বেশী এবং ছবি টা ওভার এক্সপোজড, তখন অ্যাপারচার কমাবেন (মানে এফ ভ্যালু বাড়াবেন) ।

এইভাবে ছবি তুললে ম্যানুয়াল মোডেও খুব সহজেই আপনি সঠিক এক্সপোজারে ছবি তুলতে পারবেন। আপনার ক্যামেরার ইন্টারনাল লাইট মিটারের সঠিক ব্যবহার করুন, দেখবেন একটা ছবিও এভি/টিভি/ম্যানুয়াল কোনো মোডেই আন্ডার বা ওভার এক্সপোজড হবে না বরং সঠিক এক্সপোজারে ভালো ছবি পাবেন ।

Leave a Reply