শুরুতেই একটা কথা। টেকনিক্যাল বিষয় আমাদের কাছে সবসমই খটমটে লাগে। আমরা গাড়ি চালাই, কিন্তু গাড়ি কিভাবে চলে, সেই বিষয়ে খুব একটা ঘাটাঘাটি করতে চাইনা…ফলশ্রুতিতে রাস্তার মাঝখানে গাড়ি বসে গেলে নিজেও মাথায় হাত দিয়ে বসে থাকি। ক্যামেরা গাড়ির মতো জটিল কিছু…
ফটোগ্রাফির চমচম থুক্কু পঞ্চম পাঠ – ফয়সাল আকরাম ইথার
লাইট মিটার আর এক্সপোজার যেহেতু টার্ম গুলা মোটামুটি জানেন, তাইলে এখন আমি বলতে পারি “এক্সপোজার হইল অ্যাপারচার, শাটার স্পিড আর আই.এস.ও এই তিন এর কম্বিনেশন”। Exposure কমায়া বা বাড়ায়া একটা ফটোরে আপনি কারেক্ট এক্সপোজারে তুলতে পারবেন। এখন প্রশ্ন হইলো কারেক্ট এক্সপোজার…