ফটোগ্রাফীর প্রচন্ড শখ থেকেই আমার ক্যামেরা কেনা। আর ক্যামেরা কিনতে যাবার সময় প্রচন্ড কম মাত্রায় বাজেটের ফলে যা হল তা হল এমন একটা ডিএসএলআর কিনলাম, যাতে কোন প্যানোরামা নেই। তাতে কি? একটু খুজতেই পেয়ে গেলাম প্যনোরামার জন্য দারুন এক সিষ্টেম। আর সেই সিষ্টেমটাই শেয়ার করব সবার সাথে। যদিও নিজের ব্লগে আগেই এটির ইংরেজী একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, তবে সেটা ইংরেজী হবার কারনে আজকে আবার টেকব্লগের সকল পাঠকদের জন্য তা আবার বাংলা করে দিলাম।
প্যানোরামা কি?
অনেকেই প্যানোরামা কি তা জানেন না, আবার অনেকেই এটাকে প্যানারোমা হিসাবে জানেন। প্যানোরামা হচ্ছে যে কোন স্থানের wide angle ভিউ। অর্থাৎ সাধারণ ভাবে একটি ছবিতে একটা দৃশ্যের যেটুকু অংশ আসবার কথা, তার থেকে বেশী অংশ আনাই হল প্যানোরামার মূল উদ্দেশ্য।
কিভাবে করবেন?
সাধারণত ডিজিটাল ক্যামেরা গুলিতে এই অপশন থাকেই। ডিজিটাল ক্যামেরার জন্য প্রথমে আপনাকে Panorama সিলেক্ট করে নিয়ে যেই খানের ছবি তুলতে চান, তার কোন একটি দিক তাক করে ছবিতোলার বাটন চাপ দিতে হবে। এর পর ক্যামেরা নিজেই আপনাকে ডানে বা বামে ক্যামেরা ঘুরাতে ডিরেকশন দিবে। আর ক্যামেরাকে একই লেভেলে রেখে ক্যামেরা ঘুরালেই পেয়ে যাবেন আপনার প্যানোরামা!
এবার আসি যাদের ক্যামেরাতে প্যানোরামা নেই তারা কি করবেন। তাদের জন্যও সিষ্টেম আছে, তবে এর জন্য কম্পিউটারের সাহায্য লাগবে। আসেন স্টেপ গুলি দেখে নেই।
স্টেপ ১:
ক্যামেরাকে একটি ট্রাইপড বা যে কোন একটি শক্ত স্থানে রাখুন। ট্রাইপড হলেই ভাল হয়।
স্টেপ ২:
এবার একটি ছবি তুলুন। তারপর ক্যামেরাকে একটু ডানে বা বামে ঘুরিয়ে আর একটি ছবি তুলুন। ছবিগুলি তোলার সময় লক্ষ্য রাখবেন যেন একটি ছবির পরের ছবিতে আগের ছবির অংশের ৩৩% জায়গা থাকে। অর্থাৎ ধরেন আপনি প্রথম ছবিতে ৯ফুট জায়গার একটি ছবি তুলেছেন, তাহলে পরের ছবিতে আগের ৯ফুট জায়গার অন্তত ৩ফুট জায়গা রাখুন এবং নতুন ৬ফুট জায়গা কাভার করুন। এভাবে আপনি ৮-১৩টি ছবি নিতে পারেন। ৩৬০ডিগ্রি ছবিও এই ভাবে নিতে পারেন, তবে ৩৬০ ডিগ্রি এর জন্য অবশ্যই ১২-১৩টি ছবি নিবেন। উদাহরণের জন্য নিচের ছবি দেখতে পারেন।
পরবর্তি স্টেপ গুলি দুই অংশে বিভক্ত Microsoft ICE এবং Photoshop।
স্টেপ ৩ (Microsoft ICE):
এবার কম্পিউটারে Microsoft Image Composite Editor (ICE) সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এটি খুবই ছোট একটি সফটওয়্যার, এবং এর জন্য কোন টাকা পে করা লাগে না, অর্থাৎ ফ্রি। সফটওয়্যারটি ইন্সটল করতে অনেক সময় মাইক্রসফট.নেট প্রয়োজন হয়, সে ক্ষেত্রে এটি ইন্টারনেট থেকে একাই ডাউনলোড করে নিবে।
স্টেপ ৪ (Microsoft ICE):
এবার Microsoft ICE ওপেন করুন, File মেনু থেকে New Panorama সিলেক্ট করুন। এবং আপনার ছবিগুলি সব এক সাথে সিলেক্ট করে দিন।
স্টেপ ৫ (Microsoft ICE):
এবার একটু অপেক্ষা করুন, দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার ছবি রেডি হয়ে যাবে। একবার রেডি হলে ইচ্ছা মত অংশ কর্প করে রেখে দিতে পারেন।
স্টেপ ৩ (Photoshop):
Photoshop ওপেন করে File > Automate > Photomerge ক্লিক করুন
স্টেপ ৪ (Photoshop):
এবার Browse বাটনে ক্লিক করে আপনার ছবিগুলি সিলেক্ট করুন। এবং পর পর দুবার OK চাপুন। আর অপেক্ষা করুন। কিছু সময়ের মধ্যে আপনার ছবি রেডি হয়ে যাবে।
স্টেপ ৫ (Photoshop):
এবার প্রয়োজন মত ছবি কর্প করে নিন।
এবার দেখুন উপরের ছবিগুলির ফলাফল
এই টিউটোরিয়াল সম্পর্কে কোন রকম কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে এখানে জানান। তবে আপনি যদি এই সাইটে রেজিস্টার্ড না হন, তাহলে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। আর যদি আমার এই লেখাটি কোন ভাবে আপনার উপকারে আসে বা ভাল লাগে, তাহলে সবার সাথে শেয়ার করতে অনুরোধ করছি। আপনাদের মন্তব্য, শেয়ার ও লাইক আমাকে লিখতে অনুপ্রাণিত করে।
টিউটোরিয়ালে ব্যবহৃত ছবিগুলি আমার তোলা, তাড়াতাড়ি করে ঘরের মধ্যের ছবি তুলে দিয়েচিলাম। তবে কাভারে দেওয়া ছবি সৈয়দ আব্বাছ এর তোলা।
এটাই খুঁজছিলাম এত দিন অনেক ধন্যবাদ ভাই।
জেনে ভাল লাগল 🙂 সাথে থাকুন। আজকে আবার একটি লেখা পোষ্ট করেছি। আশাকরি দেখবেন।