শীতকাল হল ফটোগ্রাফারদের জন্য খুবই আকাংখিত একটা সময়। কুয়াশার জন্য ল্যান্ডস্কেপ থেকে শুরু করে স্ট্রিট এবং স্টিল লাইফ শট গুলো হতে পারে অনেক বেশী আকর্ষনীয়। আমি আজকে এই পোস্টটি লিখছি কুয়াশার মাঝে ফটোগ্রাফীর কিছু টিপস নিয়ে – কিভাবে বা কিরকম করে তুললে ছবিগুলো আরো বেশী ভালো লাগতে পারে সেটা জানানোই মূলত এই আর্টিকেলের উদ্দেশ্য।
ডেপথ: শীতের সকালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কুয়াশা। সেটা হতে পারে হালকা বা ঘন। কিন্তু এই কুয়াশাকে ব্যবহার করে তোমার ছবিটা হতে পারে অনেক বেশী আকর্ষনীয়। কুয়াশার কারনে ডেপথ অব ফিল্ডের খুব ভালো ব্যবহার হতে পারে তোমার সাবজেক্ট কুয়াশার মাঝ থেকে বের হয়ে আসছে, বা কুয়াশার মাঝে মিলিয়ে যাচ্ছে এমন ছবি গুলোতে। আমি ভালো কুয়াশা পেলে এক জায়গায় অনেকক্ষন দাঁড়িয়ে থাকি যতক্ষন না আমার সাবজেক্টে কুয়াশায় মিলিয়ে যায়, ততক্ষন পর্যন্ত। এই সময় আরেকটা সাপোর্টিং এলিমেন্টের ব্যবহার ছবিকে করে তুলতে পারে ড্রামাটিক। তাতে তোমার সাবজেক্টের দূরত্ব, দৃশ্যের গভীরতা বোঝা অনেক সহজ হয়। তোমার সাবজেক্ট মিলিয়ে যাওয়া শুরু করলে তোমার হাতে কিন্তু সময় বেশী থাকবে না, সেজন্য আগে থেকেই ক্যামেরার সেটিংস ঠিক করে রেখে দেয়াটা বুদ্ধিমানের কাজ।
ক্রিয়েটিভ সিল্যুয়েট: ব্যাকগ্রাউন্ড বেশী উজ্জ্বল হলে সাবজেক্ট তার সামনে কালো হয়ে যায় এবং এধরনের ছবিকে বলে সিল্যুয়েট। কুয়াশা থাকলে এবং আলো থাকলে পুরো কুয়াশার লেয়ার টা একটা ডিফিউজড সাদা ব্যাকগ্রাউন্ডের মত আচরন করে এবং সামনে কিছু থাকলে সেটা সিল্যুয়েট হয়ে যেতে পারে। ভালো কুয়াশা থাকলে এবং খোলা জায়গা থাকলে তুমি সেখানে কিছু ক্রিয়েটিভ সিল্যুয়েট তোলার চেষ্টা করে দেখতে পারো
মুড: শীতের সকালে মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের যে অ্যাপিয়ারেন্স, ড্রেস-আপ, এবং এক্সপ্রেশন সেটা একদমই অন্যরকম। সেজন্য শীতের সকালে খুব ভালো একটা সাবজেক্ট হতে পারে মানুষের এক্সপ্রেশন তোলা, অথবা মনে করো ভোরবেলা ঘন কুয়াশার মাঝেও কর্মব্যস্ত জীবনের একটা স্ন্যাপশট। রাস্তাঘাটে হয়তো দেখবে কয়েকজন আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে, কুয়াশার কারনে খেয়াল করবে যে তাদের গায়ে আলোর রিফ্লেকশনটা একদমই অন্যরকম – চেষ্টা কর সেটা তুলে ধরার। অথবা কারো জুবুথুবু হয়ে শীত কাটানোর চেষ্টা হতে পারে তোমার সাবজেক্ট
এক্সট্রা অর্ডিনারী ইন দ্য অর্ডিনারী: প্রতিটা সিজনেই মানুষের, প্রকৃতির এবং পারিপার্শি্বক দৃশ্যের একটা ব্যপক পরিবর্তন হয়। গরমকালের খুব সাধারন একটা দৃশ্যও শীতকালে হয়ে উঠতে পারে অসাধারন। আমি বলবো তুমি তুলতে থাকো, শাটার কাউন্ট হিসেবে করে ছবি তোলা বন্ধ কোর না। নিজের পার্সপেকটিভ পরিবর্তন করো, অ্যাংগেল চেঞ্জ করো, তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো – একটু অন্যভাবে তোলার চেষ্টা করো। তাহলেই একসময় দেখবে যে অর্ডিনারী জিনিসের মাঝ থেকেও তুমি এক্স্ট্রা অর্ডিনারী কিছু বের করে আনতে পারছো।
আপাতত এইটুকুই – তোমাদের তোলা ছবি দেখার জন্য বসে থাকলাম 🙂 আশাকরি আর্টিকেলটা ভালো লাগবে তোমাদের।
😀 দেখি এইবার চেষ্টা করব
চমৎকার লেগেছে। 🙂
🙂
ভালো লাগলো ।
আমি সৌভাগ্যবান ।
ভাইয়া, ক্যামেরা সেটিংস নিয়া কিছু বললে ভাল হত। 🙂
In such ocssion to capture perfect white u should increase ur exposure 1 or 2 stops depends on the density of the Fogs.
কিভাবে কোন মুডে কেমন করে তুললে ভালো হয় তা জানালে বেশি উপকার হয়