রুল অফ থার্ড – অয়ন আহমেদ

ছবি ১: ফটোগ্রাফি ম্যাড

আমি প্রায়ই দেখছি সবাই খুব আগ্রহ নিয়ে সুন্দর ছবি তোলার চেষ্টা করছে। কিন্তু কম্পোজিশন ঠিক মতন না জানার কারনে ছবি ঠিক মতন তুলতে পারছে না। যার ফলে ছবিটির গ্রহনযোগ্যতা কমে যাচ্ছে। কম্পোজিশনের গুরুত্বপূর্ণ একটা বিষয় রুল অফ থার্ড। এই রুল অফ থার্ড জানাটা খুব দরকারী।  রুল অফ থার্ড একটা ছবিকে ব্যালেন্সড এবং ইন্টারেস্টিং করে তোলে।
প্রথমে আমাদের জানতে হবে রুল অফ থার্ড কি?

নিচের ছবিটি খেয়াল করুন :

ছবি ২: ডিজিটাল স্কুল

একটা ছবিকে দু’টো লাইন দিয়ে ভাগ করা হয়েছে খাড়াখাড়িভাবে দু’টো এবং লম্বালম্বিভাবে দু’টো । এখন ভাগ করার পর ছবিটি দেখেন উপরের থেকে নীচের দিকে লাইনগুলোতে তিন ভাগের একভাগ ও তিন ভাগের দুই ভাগ পেয়ে গেছেন । একেই বলে রুল অফ থার্ড। যখন ল্যান্ডস্কেপ তুলবে তখন আপনি অনুপাত ঠিক করে নিবেন আকাশ তিন ভাগের দুই ভাগ ও পাতাল তিন ভাগের এক ভাগ নাকি আকাশ তিন ভাগের এক ভাগ ও পাতাল তিন ভাগের দুই ভাগ। নিচের ছবিটির রুল অফ থার্ড খেয়াল করে দেখুন।

ছবি ৩: গ্রিনসো এবরড

ছবিটি খেয়াল করে দেখুন আকাশকে তিন ভাগের দুই ভাগ ও মাঠকে তিন ভাগের এক ভাগ করে ব্যালেন্সিং করা হয়েছে। কুকুরের চোখটাকে গোল্ডেন পয়েন্টে রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে সুন্দর রুল অফ থার্ড মেনে ফটো তোলা হয়েছে।
এখন মাথায় প্রশ্ন আসল গোল্ডেন পয়েন্ট কি?

নিচের ছবিটি দেখুন :

ছবি ৪: স্লাইডগুরু

ছবিতে দেখলেন খাড়াখাড়ি ও লম্বালম্বি রেখাগুলো একটা জায়গা এসে মিলেছে এই সাদা স্পটগুলো হলো ইন্টারসেকশন পয়েন্ট, যাকে বলে গোল্ডেন পয়েন্ট । উপরের ছবিতে বোতলকে এই ইন্টারসেকশন পয়েন্টে রেখে সুন্দর রুল অফ থার্ড অনুসরন করা হয়েছে । সাধারনত পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখানে তার কাছাকাছি এ পয়েন্ট আপনি প্রয়োগ করবেন যেমন নিচের ছবি দেখুন।

ছবি ৫: ডিজিটাল স্কুল

এই ছবিটি পয়েন্ট অফ ইন্টারেস্ট রাখা হয়েছে মৌমাছির চোখকে এবং ডানদিকে তিন ভাগের দুই ভাগ মৌমাছির জন্যে বরাদ্দ ও তিন ভাগের এক ভাগ ফুলের জন্যে স্পেস নিয়ে ছবিটি তোলা, যা সুন্দর একটা রুল অফ থার্ড অবলম্বন করে ছবি তোলা হয়েছে।

আপনি যখন এই গোল্ডেন পয়েন্টের ভিতর কিংবা আশেপাশে রেখে রুল অফ থার্ড অবলম্বন করে আপনার ছবি তুলবেন তখন দেখবেন দারুন কিছু পেয়ে গেছেন। মনে রাখবেন আমাদের দর্শকদের চোখের ফোকাসিং সিস্টেমটা কিন্তু সবসময় এই গোল্ডেন পয়েন্টের আশেপাশে ঘুরপাক খায়।

এই রুল অফ থার্ড অনুসরন করে ছবি তুলতে গেলে দু’টো বিষয় সব সময় আপনাদের মাথায় রাখতে হবে:

১. একটা ছবির পয়েন্ট অফ ইন্টারেস্ট কি হতে পারে,
২. একটা ছবির মূল বিষয়কে কোথায় রাখলে ভালো লাগবে।

এই রুল না মানলে যে সুন্দর ছবি হবে না তা কিন্তু নয়। রুল জেনে নিয়ে তবে রুল ভাঙ্গতে পারেন আরো ভালো ছবি তোলার জন্যে।

ছবি ৬: পপ ফটো

আশা করছি এই ছবিটি রুল অফ থার্ড বিষয়টি একদম পরিস্কার হয়ে গেছে। সবার  জন্যে একটা এ্যাসাইন্টমেন্ট থাকল একটা রুল অফ থার্ড অবলম্বনে ছবি তুলে আমাকে মেইল করতে পারেন কিংবা আমাদের গ্রাসহপার্স গ্রুপে পোস্ট করতে পারেন । আমার মেইল এ্যডরেস ‍[email protected]

ধন্যবাদ সবাইকে।

10 thoughts on “রুল অফ থার্ড – অয়ন আহমেদ

  1. ঝলক

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই বিষয় গুলো নিয়ে এতদিন দ্বিধায় ছিলাম।
    যাইহোক, অনেক টাই বুঝতে পেরেছি, এক্সপেরিমেন্ট করব এবার। 🙂

Leave a Reply