আজ সকালে রফিক স্যারের বই পড়ছিলাম একটা দারুন জিনিষ খেয়াল করলাম। ক্যামেরা হাতে নিয়ে ছবির শার্পনেস কমে যাওয়ার অন্যতম কারন হচ্ছে শাটার স্পিড সিলেকশনে ভুল করা, যার ফলে হাতের কাঁপুনিতে ছবি অস্পষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রায়ই দেখা যায় ক্যামেরার ডিসপ্লেতে ছবি দেখছি ঠিক আছে কিন্তু যখন একটু বড় করে চেক করতে যাচ্ছি তখন দেখা যায় ছবি অস্পষ্ট রয়ে গেছে। এ অস্পষ্টতা সমস্যা থেকে রক্ষা পেতে হলে সেন্সর সাইজ ও ব্যবহৃত ফোকাল লেংথ অনুযায়ী শাটার স্পিড সিলেকশন করে স্পষ্ট ছবি তুলতে পারেন।
ফুল ফ্রেম সেন্সর ———ক্রপ সেন্সর ———– শাটার স্পিড সিলেকশন
(৩৬ মি.মি) ——— (২৩/২৪ মি.মি)
২৮ মি.মি লেন্স ——— ১৮ মি.মি লেন্স ——— কমপক্ষে ৩০ শাটার স্পিড
৫০ মি.মি লেন্স ——— ৩২ মিমি লেন্স ———- কমপক্ষে ৬০ শাটার স্পিড
১০০ মি.মি লেন্স ——— ৭০ মিমি লেন্স ———কমপক্ষে ১২৫ শাটার স্পিড
২০০ মি.মি লেন্স ——— ১৪০ মিমি লেন্স ——–কমপক্ষে ২৫০ শাটার স্পিড
অনেক সময় এই নম্বরগুলো মনে রাখা সম্ভব হয় না, যদি মনে না থাকে তখন শুধু মনে রাখতে হবে ফুল ফ্রেম সেন্সরের ক্ষেত্রে ১.১ দিয়ে গুণ করতে হবে আর ক্রপ সেন্সরের ক্ষেত্রে ১.৬ । তাহলে কাছাকাছি একটা নম্বর পেয়ে যাবেন। ছবির বিষয়বস্তুর গতির উপর শাটার স্পিড পরিবর্তিত হতে পারে। স্থির ছবির ক্ষেত্রে ট্রাপড ব্যবহার করে স্লো শাটার এবং গতি সম্পন্ন ছবির ক্ষেত্রে হাই শাটার ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আপনাদের এই তথ্যটি কাজে আসবে।
বুঝিনাই। 🙁
Thank you.Really Helpful