ফটো ক্রিটিক কিভাবে ও কেন – অয়ন আহমেদ

ফটো ক্রিটিক মানে হচ্ছে, একটা ছবির সম্পর্কে উপদেশমূলক, অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়া। ফটো ক্রিটিকের এর মূল উদ্দেশ্য হচ্ছে, ছবিকে আরো ভালো ও গ্রহনযোগ্য করে তোলা প্রচেষ্টা। ফটো ক্রিটিকের মাধ্যমের ছবির ভিতরের অনেক নিয়ম কানুন, ব্যাকরন, খুঁটিনাটি জানা হয়ে যায়, তেমনি ছবিটি তোলার জন্যে ব্যবহৃত যন্ত্রাদির ব্যাপারে একটা বিশদ আইডিয়া পাওয়া যায়।

ফটো ক্রিটিক করতে পারেন সবাই, তবে সবাইকে খেয়াল রাখতে হবে নিম্মোক্ত বিষয়গুলো।

প্রতিটি ছবি প্রতিটি ফটোগ্রাফারের নিজের সন্তানের মতন প্রিয়। তাই হ্যান্ডেল উইথ কেয়ার, এ কথাটি একটি ছবি সমালোচনার সময় মনে রাখবেন।

কিভাবে একটি ছবির সমালোচনা করা উচিত এবং কি অনুচিত:

১. একটি ছবি দেখুন, ভাবুন ছবিটির বৈশিষ্ট্য কি, মূল বক্তব্য কি, এটি কি ল্যান্ডস্কেপ, পোট্রেট নাকি স্ট্রীট নাকি এবস্ট্রাক্ট নাকি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ছবি বিভিন্ন ধরনের হয়ে থাকে সেইভাবে ক্রিটিক করবেন। যেমন: এফ২.৮ এ পোট্রেট তোলার অভ্যাস নিয়ে ল্যান্ডস্কেপ তুলতে গিয়ে কাউকে বলবেন না এফ২.৮ এ ছবি আরো ভালো আসত।

২. একটি ছবির সম্পর্কে যখন কোন আলোচনা করতে যাবেন তখন খেয়াল রাখবেন আপনার বক্তব্য যেন দৃষ্টিকটু না হয় এবং এমন কিছু বলবেন না যাতে আপনি হাস্যরসের পাত্র হয়ে যেতে পারেন। এছাড়া রাগান্বিত হয়ে কথনোই বক্তব্য দিবেন না যাতে করে একটি ফটোগ্রাফারের ছবি তোলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

৩. ব্যবহারে বংশের পরিচয়, আপনি অহেতুক তর্কে জড়াবেন না। গালাগালি ও অশ্লীল শব্দ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি যদি ভুল বলে থাকেন তাহলে সরি বলে নিবেন এতে আপনার সম্মান কমবে না বরঞ্চ আপনার প্রতি সবার শ্রদ্ধা দ্বিগুন হয়ে যাবে। কেননা, ভুল করা মানুষের ধর্ম। আমাদের সবার উচিত ভুলকে ক্ষমার দৃষ্টিতে দেখা।

৪. আপনি যেটুকু জানুন সেটুকু বলুন, আগ বাড়িয়ে অতি আত্মবিশ্বাসের সাথে ভুল বলতে যাবেন না।আপনার জ্ঞান বাড়ানোর জন্যে বই পড়ুন, টিউটোরিয়াল দেখুন, ফটোবন্ধুকে জিজ্ঞাসা করুন।

মনে রাখবেন, না জানাটা দোষের কিছু নয় তবে জানতে না চাওয়াটা বোকামী ছাড়া কিছুই নয়।

৫. যখন একটি ছবির ক্রিটিক করবেন, আপনার বক্তব্যের মূল বিষয় থাকবে খুঁটিনাটি বিষয় যেমন, রুল অফ থার্ড, আলো পর্যাপ্ত ব্যবহার, ব্যালেন্সিং, সেটিংস, সাবজেক্ট চয়েস, ক্যাপশন কারেকশান ইত্যাদি। এছাড়া আপনি গুরুত্বপূর্ণ টিপস দিবেন যাতে করে সবাই উপকৃত হয়।

৬. ছবির নিয়ে আলাপ করুন কিন্তু ফটোগ্রাফারকে ব্যাক্তিগতভাবে আক্রমন করে নিজের স্মার্টনেস প্রমান করতে যাবে না বরঞ্চ এতে নিজেই আপনি আপনার সম্মান হারাবেন।

৭. যতটুকু কথা বলবেন, ছবি সংক্রান্ত কথা বলবেন অপ্রাসংঙ্গিক কথা কম বলবেন।

৮. ক্রিটিক করার সময় বড়দের সম্মান করে কথা বলবেন এবং ছোটদের স্নেহ করে কথা বলবেন। মনে রাখবেন, ভালো ব্যবহার আপনাকে সম্মানিত ব্যাক্তিতে পরিনত করবে।

হ্যাপি ক্লিকিং।

3 thoughts on “ফটো ক্রিটিক কিভাবে ও কেন – অয়ন আহমেদ

  1. Damien Thorne

    অতি জরুরী, এই কাজ ঠিকভাবে না করার জন্য জুনিয়র রা শিখে উঠতেও পারে না, আবার অনেকের সাথে সম্পর্ক খারাপ ও হয়ে যায় !

  2. Mahade Hasan

    একটা ভাল কমেন্ট ফটোগ্রাফার এর উৎসাহ ২ গুন বাড়িয়ে দেয় 🙂 তেমনি এমন উপদেশ মুলক বক্তব্য অনুধাবন করলেও অনেক কিছু শিখবার আগ্রহ হয় 🙂

Leave a Reply