বোকেহ – তানজিম রহমান

বোকেহ

গতকাল একজন বন্ধু বোকেহ সম্পর্কে জানতে চাইলো। তখনই ভাবলাম এটা নিয়ে কিছু করা যায় কিনা।আর ভাবলাম একটু লিখি।

বোকেহ কি:

The term comes from the Japanese word boke (暈け or ボケ), which means “blur” or “haze”, or boke-aji (ボケ味), the “blur quality”. The Japanese term boke is also used in the sense of a mental haze or senility.The term bokashi (暈かし) is related, meaning intentional blurring or gradation.

বোকেহ নিয়ে কয়েকটা সাধারণ তথ্য:

*বোকেহ শব্দটা জাপানিজ, এর মানে হলো ব্লার। কোন ছবির যে অংশ আউট অব ফোকাস থাকবে বা ডেপথ অব ফিল্ডএর বাইরে থাকবে,তাই বোকেহ।

*যেকোন লেন্সেই বোকেহ হবে, তবে কিছু লেন্স এ বোকেহ হ্যারাস হয় আর কিছু লেন্সে স্মুথ।

*এ্যাপারচার আর ফোকাল লেংথ এর সাথে ডেফথ অব ফিল্ড এর সম্পর্ক আছে, তাই বোকেহও এই দুইটার উপর নির্ভর করে ।

*সুন্দর বোকেহ পাওয়ার কয়েকটা উপায়:

১। সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড এর দুরুত্ব বাড়ানো,আর সাবজেক্ট থেকে ক্যামেরার দুরুত্ব কমানো।সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড দূরে থাকলে ব্লার সুন্দর হবে।

২। বড় এ্যাপারচার ইউজ করা, যেমন f1.8/f2.8/f3.2 এই ধরণের। ফলে ডেফথ অব ফিল্ড শ্যালো হবে, সুন্দর বোকেহ হবে।

৩। বেশি ফোকাল লেঙথ এ ছবি তোলা। যেমন 85mm/135mm/200mm ইত্যাদি ফোকাল লেঙথ এ অনেক সুন্দর বোকেহ হবে। সাধারন কিট লেন্স যেমন ১৮-৫৫ এ, ১৮ মিমির চেয়ে যদি ৫৫ মিমি তে ছবি তোলা হয় তাহলে বোকেহ ভালো হবে। কিছু জুম লেন্স এ এ্যাপারচার নির্দিস্ট থাকে,যেমন ৭০-২০০ f/২.৮। এই লেন্সে ৭০ মিমিতে এফ ২.৮ এ্যাপারচারে তোলা ছবির চেয়ে ২০০ মিমি এফ ২.৮ এ তোলা ছবির ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর ভাবে ব্লার হবে আর স্মুথ বোকেহ আসবে।

৪। যেকোন লেন্সে এ্যাপারচার সবচেয়ে লার্জ থাকলে বোকেহ তে এ্যাপারচার ব্লেড এর শেপ বোঝা যাবে না,বোকেহর আউট অব ফোকাসে থাকা পয়েন্টেড লাইট এর শেপ গোল ধরণের হবে। যেমন ৮৫মিমি এফ১.৮ লেন্সে যদি ১.৮ এ্যাপারচারে ছবি তোলা হয়,তাহলে বোকেহ এ্যাপারচারের পলিগনাল শেপ থাকবে না। কিন্ত কিছুটা স্টপ ডাউন অর্থাৎ এ্যাপারচার ছোটো করলে বোকেহ তে ৮ ব্লেডেড এ্যাপারচার বোঝা যাবে। আমার এই ছবিটা ৫০মিমি এফ১.৮ লেন্সের এফ২.৮ এ্যাপারচারে তোলা,তাই ফাইভ ব্লেডেড এ্যাপারচার বোঝা যাচ্ছে।

বোকেহ নিয়ে কয়েকটা ভিডিও:

How do you do BOKEH?

www.youtube.com/watch?v=LDcS4zN92rA

How to get funny bokeh shapes:

www.youtube.com/watch?v=H5jjr_vKruU

Battle of Bokeh, (ব্যাটল অব বোকেহ ডিজিটালরেভটিভির একটা সিরিজ, যেখানে বোকেহর জন্য বেস্ট লেন্সগুলো কম্পেয়ার করা হয়, অন্যান্য ভিডিওগুলাও দেখতে পারেন,ভালো লাগবে যেমন ক্যানন ৭০-২০০ ২.৮ এর সাথে সিগমা ৭০-০০ ২.৮ এর কম্পেয়ার)

Nikon 85mm 1.4 vs Sigma 85mm 1.4 :

www.youtube.com/watch?v=j6lsFQGVUl0

King of Bokeh, 4 great Nikon Lenses By thatnikonGuy

www.youtube.com/watch?v=BH2LZT18zek

(Source: en.wikipedia.org/wiki/Bokeh)

One thought on “বোকেহ – তানজিম রহমান

Leave a Reply