Color Grading হল বিশেষ স্টাইল, মুড, পরিবেশ ইত্যাদি তৈরি করার জন্য দৃশ্যের সত্যিকারের রং বদলানো।
Color Correction হল ছবির রং ঠিক করে বাস্তবের কাছাকাছি আনা। হলিউডে সব ছবিতে Color Grading করা হয়। হলিউডের ছবির মতো রং করতে পারলে আমরা বলি সিনেমাটিক লুক।
Color Grading এ কোন বাঁধাধরা নিয়ম নাই, তবে কালার হুইল থেকে এমন ভাবে রং পছন্দ করা যা বিশেষ স্টাইল, মুড ইত্যাদি তৈরিতে সাহায্য করে।
Orange Teal হলিউড এবং বিশেষ করে নেটে একটা জনপ্রিয় Color Grading। এখানে ছবির রং পরিবর্তন করে Orange ও Teal করা হয়। এই দুটো রং কালার হুইলে বিপরীত দিকে অবস্থান করে। এভাবে বিপরীত দিকে অবস্থানকারি রংকে Complimentary Color বলে (নিচে ছবি)।
আমি orange teal করার একটা সহজ উপায় বলছি। ফটোশপ (ACR) এবং লাইটরুমে এভাবে করা যাবে।
১। প্রথমে ছবির উজ্জ্বলতা, কন্ট্রাস্ট এসব ঠিক করে নাও।
২। Calibration এর নিচে Red Primary +100 এবং Blue Primary -100 কর (নিচে ছবি)। অধিকাংশ ক্ষেত্রে এর বেশি আর কিছু করতে হয়না।
নিচে দ্বিতীয় আর চতুর্থ ছবি অরিজিনাল।
আগে টিল অরেঞ্জ করার সহজ উপায়ের কথা লিখেছি।
ছবিতে যদি মানুষ থাকে তবে আগের পোস্টের দুই স্টেপ করার পর স্কিনের রং অরেঞ্জ হয়ে যেতে পারে। আমাদের দেশের স্কিন টোনে এটা বেশীর ভাগ সময় দেখতে খারাপ লাগেনা। বিদেশেও দেখেছি অনেকে অরেঞ্জ স্কিন টোন চেঞ্জ করেনা। কিন্তু যদি স্কিন টোনের অরেঞ্জ ভাব কমাতে চাও তবে সবচেয়ে সহজ হল অরেঞ্জ টোন কমিয়ে দেয়া। এটা লাইটরুম এবং ACR এ তিন ভাবে করতে পারো।
৩। HSL এ অরেঞ্জ সিলেক্ট করে স্যাচুরেশন কমাতে পারো।
৪। Temperature কমাতে পারো। এতে করে টিল বা নীল ভাব বেড়ে যায়। স্কিন টোন চেঞ্জ করা ছাড়াও টিল বাড়ানোর জন্যও এটা করতে পারো।
৫। Red Primary র স্যাচুরেশন কমাতে পারো। যাদের ফটোশপ আছে তারা এটা ফটোশপে করতে পারো। ফটোশপে করলে মাস্ক ইউজ করে শুধু স্কিনের টোন চেঞ্জ করতে পারো। ফটোশপে একই কাজ অনেকভাবে করা যায়। একটা উপায় হল Selective Color লেয়ারে Red সিলেক্ট করে Yellow কমিয়ে দেয়া। একটা কথা মনে রাখতে হবে টিল অরেঞ্জে স্কিন টোন সম্পূর্ণ নরমাল করলে দেখতে ভালো লাগেনা (আমার কাছে)।
নিচে প্রথম ছবি অরিজিনাল, দ্বিতীয় ছবি orange teal করার ১ এবং ২ নম্বর স্টেপ, তৃতীয় ছবিতে স্কিন টোন ঠিক করার জন্য Temperature কিছুটা কমানো হয়েছে।
Teal orange উপরে সহজ উপায়ে কিভাবে টিল অরেঞ্জ করা যায় লিখেছি। এরপর লিখেছি যদি অরেঞ্জ বেশি হয় তবে Temperature কমিয়ে চেষ্টা করা যায়। কোন কোন সময় ১ ও ২ নং স্টেপের পর টিল বেশি হয়ে যেতে পারে। এমন হলে Temperature বাড়িয়ে চেষ্টা করা যায় (নিচে ছবি)।
মনে রাখতে হবে সব ছবিতে টিল অরেঞ্জ কাজ করবেনা। সব ছবিতে Color Grading ভালো লাগবেনা।
Color Grading অনেক জটিল হতে পারে। আমি সহজ স্টেপগুলো শুধু বলছি।
Teal Orange প্রথম পোস্টের দুই স্টেপ করার পর অনেক সময় টিল তেমন দেখা যায়না। তখন Temperature কমালে অনেক সময় টিল চলে আসে। নিচে প্রথমটা অরিজিনাল, দ্বিতীয় ছবিতে শুধু ১ ও ২ নং স্টেপ করা হয়েছে, তৃতীয় ছবিতে টেম্পারেচার কমানো হয়েছে। তিন ছবিতে তিন ধরনের মুড। একটা আরেকটার চেয়ে ভালো বলা যাবেনা।
Teal Orange একটা উদাহরণ দিয়ে শেষ করছি। এইটার উদ্দেশ্য ছিল একটা পপুলার Color Grading এর সহজ টেকনিক নিয়ে আলোচনা করা এবং এসব নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য উৎসাহিত করা। আমি শুধু তিনটা স্লাইডার দিয়ে কি করা যায় তা দেখিয়েছি। তোমরা বাকি স্লাইডারগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবে এবং এক্সপেরিমেন্ট করতে করতে নিজেরা শিখবে এই আশা করছি।
প্রথমটা অরেঞ্জ টিল (প্রথম পোস্টের পদ্ধতি) এবং দ্বিতীয়টা অরিজিনাল। (আজ একটা ব্যাপার লক্ষ করলাম। ফোনে স্যাচুরেশন খুব বেশি দেখায়, ছবির মুড নষ্ট করে দেয়, অন্তত আমার ফোনে)।