আপনারা লেন্স ব্যবহার করতে গিয়ে লেন্সের গায়ে ফোকাল লেংথের পাশে যে লেখা দেখে থাকেন, ১:৪-৫.৬ এর মানে কি?
মনে না থাকলে আমি বলে দিচ্ছি, ক্যানন ক্রপ বডির জনপ্রিয় কিট লেন্স ১৮-৫৫ মি.মি এসটিএমকে নিয়ে উদাহরণ দিচ্ছি। ইন্টারনেট থেকে সংগৃহীত নিচের ছবিটা লক্ষ্য করে দেখুন এই লেন্সের গায়ে দেখতে পাচ্ছেন, ১৮-৫৫ মি.মি ফোকাল লেংথের পরে ১:৪-৫.৬ লেখা রয়েছে। তারমানে হচ্ছে, আপনি যখন সর্বনিম্ন ফোকাল লেংথ মানে এখানে ১৮ মি.মি থেকে জুম ইন করতে শুরু করবেন তখন একটা সময় আপনার সর্বোচ্চ এ্যাপাচার এফ৪ শিফট করে এফ৫.৬ তে পরিবর্তিত হবে। একে ফটোগ্রাফির ভাষাতে বলা হয়, ভ্যারিএবল এ্যাপারচার লেন্স।
কিছু দামী জুম লেন্সে ফিক্সড এ্যাপারচার থাকে তাতে লেখা থাকে ১:২.৮ বা ১:৪। একে ফটোগ্রাফির ভাষাতে বলা হয়, ফিক্সড এ্যাপাচার লেন্স।
এছাড়া প্রাইম লেন্সে ফোকাল লেন্স ও এ্যাপাচার দুইটাই ফিক্সড থাকে।
১:৪(এফ) এই ১ এর পর যেটা বসবে সেটাই এ্যাপারচার (এফ)। এই এ্যাপাচার যত বড় বা ফাস্ট হবে, মানে এফ স্টপ নম্বর যত কম তত লেন্সের দাম বেশী হবে।
আশা করছি, এখন আপনার লেন্সের গায়ের ১:এফ দেখে বুঝে ফেলতে পারবেন ওই লেন্সটার এ্যাপারচার কত এবং কত দামী লেন্স।
ফটো: ইন্টারনেট থেকে সংগৃহীত
#অ_আ_ফটোগ্রাফি_টিপস