ফাঙ্গাস থেকে ক্যামেরা ও লেন্সের সুরক্ষা

অনীক ইসলাম জাকী, সময় নিউজ, ঢাকা।
আমাদের দেশে বর্ষাকালে আদ্রতা বেশী আর শীতকালে ধূলো, দু’টোই ক্যামেরা এবং লেন্সের শত্রু। অতিরিক্ত আদ্রতার কারণে লেন্সে ফাঙ্গাস পড়ে আর ধূলো-বালি জমা হতে পারে সেন্সরে। তাই সব সময়ই ক্যামেরা এবং লেন্সের জন্য বাড়তি কিছু যত্ন প্রয়োজন।

১. ক্যামেরা এবং লেন্স সব সময় শুকনো এবং আলোকিত স্থানে রাখুন। ভেজা / স্যাতস্যাতে এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ফাঙ্গাস তৈরীর জন্য উপযুক্ত পরিবেশ।
২. ক্যামেরা এবং লেন্স সব সময়ই ব্যবহার শেষে পরিস্কার করে কোন এয়ার টাইট বক্সে সিলিকা জেল দিয়ে রাখুন। সিলিকা জেল অতিরিক্ত আদ্রতা শুষে নিবে।
৩. ক্যামেরা পরিস্কার করার সময় প্রথমে ব্রাশ এবং এরপর ব্লোয়ার দিয়ে এর বহিরাঙ্গন পরিস্কার করুন, যাতে আলগা ধূলো পরিস্কার হয়।
৪. লেন্সও একই ভাবে পরিস্কার করুন। এরপর লেন্স খুলে লেন্স ক্লথ দিয়ে সামনের এবং পিছনের এলিমেন্ট দু’টো পরিস্কার করুন। লেন্সের সামনের এলিমেন্টে কোন হাতের ছাপ থাকলে লেন্স পেন দিয়ে সেটা পরিস্কার করতে পারেন।
৫. লেন্স খোলার পর বডির ভিতরে যে মিরর আছে সেটা লেন্স ক্লথ দিয়ে আলতো করে মুছে ফেলুন। চাপ দিবেন না, মিরর খুবই পাতলা।
৬. মিরর লকআপ করে ক্যামেরা বডি উল্টা করে ধরে (মাউন্ট নিচের দিকে, এলসিডি উপরের দিকে) ব্লোয়ার দিয়ে জোরে জোরে ব্লো করুন কয়েকবার। সেন্সরে আলগা ধূলো থাকলে ঝড়ে যাবে।
৭. লেন্স ক্লথ দিয়ে এলসিডি স্ক্রিন পরিস্কার করতে পারেন।

সেন্সরে কোন ময়লা যদি লেগে থাকে এবং ব্লোয়ার দিয়ে ব্লো করার পরও না যায়, তবে অভিজ্ঞ কারো সাহায্য নিন।

লেন্সে যদি ফাঙ্গাস পড়েই যায় তো কি করবেন – প্রতিদিন নিয়ম করে লেন্সগুলো রোদে দেন। এমনভাবে দিবেন যাতে রোদ প্রথম এলিমেন্ট থেকে শেষ এলিমেন্ট পর্যন্ত ভালমত যায়। প্রতিদিন ১৫/২০ মিনিট করে ৭-১০ দিন এভাবে রোদে দেন। এতে ফাঙ্গাসের বৃদ্ধি থেমে যাবে। বাংলাদেশে এটলিষ্ট কোথাও ক্লিন করাতে দিয়েন না। উল্টা অন্য প্রবলেম তৈরী করে দিবে।

Leave a Reply