মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সিলু্ইট ছবি

Silhouette (সিলুইট) বা সূর্যাস্ত এর সময় মোবাইল ফোন ক্যামেরা দিয়ে কিভাবে ছবি তুলবেন, সেটা আজ আপনাদের আমার স্বল্প জ্ঞান থেকে শেয়ার করবো:
১. এই ছবি তুলার জন্য সবচেয়ে ভালো সময় সূর্য ডোবার ৬০ মিনিট আগে থেকে বাকি সময় ।

২. এই ছবি যে কেউ চাইলেই তুলতে পারেন। কিন্তু ছবির সাবজেক্ট ইন্টারেস্টিং করাটাই বেশি চ্যালেঞ্জিং।
৩. আপনার সাবজেক্টকে উঁচু রাস্তায়, দালান, টেক, বা যেকোন উঁচু একটি জায়গায় দাঁড় করিয়ে ছবি তুলতে পারেন ।
৪. তবে সিলুইট ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে Background এ যেন অপ্রয়োজনীয় কোন কিছু চলে না আসে।
৫. যেহেতু মোবাইল দিয়ে ছবি তোলা নিয়ে লিখছি,সে ক্ষেত্রে Camera Setting এর ব্যপারে আপনাকে একটু ধারণা রাখতে হবে এই ছবি তুলার সময়।
৬. আবারো বলছি Silhouette ছবিতে সাবজেক্ট যত ইন্টারেস্টিং হবে ততই ছবিটা ফুটে উঠবে।
৭. সব সময় ডিসপ্লেতে টাচ করে সাবজেক্ট-এ ফোকাস করে নিবেন, এক্ষেত্রে Camera FV-5 এর টাচ ফোকাসটা জাদুর মত কাজ করে । কারণ এটাতে ফোকাস ১০ সেকেন্ড লক থাকে, ফলে হাত কাপলেও যায়গা মত ফোকাস হয়ে থাকে । আপনারা এই লিংকের মাধ্যমে  Camera FV-5 টা নামিয়ে নিতে পারেন।
৮. যেহেতু সূর্যাস্তের বা সিলুইট ছবিগুলা যত Warm হবে ততটা বেশি ফুটে উঠবে সেক্ষত্রে আপনার Mobile এর Camera White Balance টা Auto রাখবেন না ভুলেও। Camera Settings এ White Balance খুঁজে বের করে সেটাকে ক্লাউডি বা শেড এ দিয়ে দিন। Warm বেশী হলে ছবি আরো উপভোগ্য হয়ে উঠবে।
৯. ছবি তোলার কাজ শেষ, এখন হলো Post Processing করতে হবে। আপনার যেকোন ফটো এডিটর ছবির কাজ করতে পারেন।
১০. আবারো বলছি, সিলুইট ছবিতে ইন্টারেস্টিং সাবজেক্ট হলে ছবিটা সবার নিকট আকর্ষণীয় হবে এবং আপনার একটি প্রিয় ছবিও হতে পারে।
১১. EV(Exposure Compensation): এটা মোবাইলে -1 করে দিন অথবা -2 করে দিয়ে দেখেন কেমন হয়।

১২. এই সময় মোবাইলের Shutter Speed 1/3000 or 1/5000 এ থাকে ফলে ISO 100 তে রাখুন। Auto তে রাখলে পরে আবার ISO বেড়ে গেলে Noise ছবির ১২ টা বাজাবে।

আশা করছি, আপনারা দারুন সব সিলুট ছবি তুলতে সক্ষম হবেন।

সবাইকে ধন্যবাদ।

Leave a Reply