বিশ্ব আলোকচিত্র দিবসের শুভেচ্ছা – Avijit Biswas

আজ ১৯ আগস্ট, বিশ্ব ফটোগ্রাফি দিবস। এই উপলক্ষ্যে আসুন টুক করে কিছু তথ্য জেনে নিই-

#তথ্য_১

ফটোগ্রাফি জগতের অগ্রদূত হিসেবে গণ্য করা হয় ‘Camera obscura’-কে। ক্যামেরার ইতিহাসের সবচেয়ে প্রথম এই প্রযুক্তি ধারণা দেন চাইনিজ দার্শনিক Mozi (470 to 391 BC)।

#তথ্য_২

১১’শ শতকে ইসলামিক স্বর্ণযুগের আরব গণিত ও পদার্থবিদ Ibn al-Haytham (Alhazen)’s অপটিকস ও লাইট টেকনোলজি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বই লেখার মাধ্যমে ক্যামেরা-প্রযুক্তি ধারণাকে আরও একধাপ এগিয়ে দেন। ১০১১ থেকে ১০২১ সাল পর্যন্ত তাঁর লেখা Kitāb al-Manāẓir (كتاب المناظر, “Book of Optics”) বইটির জন্যে তাঁকে অনেকসময় “the father of modern optics” বলেও ডাকা হয়।

#তথ্য_৩

টেকসইভাবে প্রথম রঙিন ছবি তোলা হয় ১৮৬১ সালে। ইংলিশ ফটোগ্রাফার Thomas Sutton লাল, সবুজ ও নীল ফিল্টার ব্যবহার করে পরপর তিনটি সাদা-কালো ছবি তুলে প্রথম রঙিন ছবি তোলার কাজটি সম্পন্ন করেন।

#তথ্য_৪

১৮৩৯ সালে প্রথম সেল্ফি ছবি তুলেন আমেরিকান ফটোগ্রাফার Robert Cornelius। তিনি তাঁর ক্যামেরাটি সেট করে লেন্স ক্যাপ খুলেই দৌড়ে ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে পড়েন! পরবর্তীতে ছবিটির পেছনে তিনি লিখে রাখেন, “The first light picture ever taken 1839”।

#তথ্য_৫

প্রথম ডিজিটাল ছবিটি তোলা হয় ১৯৫৭ সালে। কোডাক ইঞ্জিনিয়াররা ডিজিটাল ক্যামেরা আবিষ্কারের আরো ২০ বছর পূর্বে ছবিটি নেগেটিভ থেকে স্ক্যান করে প্রিন্ট করা হয়েছিল। ছবিটির রেজ্যুলেশন ছিল ১৭৬x১৭৬।

#তথ্য_৬

World Photography Day হিসেবে আজকের দিনটিকে বেছে নেয়া হয় মূলত দাগেরোটাইপ প্রক্রিয়ার মাধ্যমে প্রথম স্থির ছবি তুলার পদ্ধতি আবিষ্কার হবার কারনে। ১৮৩৭ সালে দাগেরোটাইপ (Daguerreotype) প্রক্রিয়ায় প্রথম ছবি তোলা হয়। জোসেফ নাইসফোর (Joseph Nicèphore) এবং লুই দাগুরে (Louis Daguerre) এই প্রক্রিয়া উদ্ভাবন করেন। ১৮৩৯ সালের ৯ জানুয়ারী ফ্রান্স একাডেমি অব সাইন্স ‘দাগোরেটাইপ’ প্রক্রিয়া উদ্ভাবন করে। একই বছরের ১৯ আগষ্ট ফ্রান্স সরকার এর পেটেন্ট কিনে নেয় এবং উদ্ভাবনটি উপহারস্বরূপ পৃথিবীর জন্য উন্মুক্ত করে দেয়।

এখানে বলে রাখা ভাল, দাগেরোটাইপ (Daguerreotype) প্রক্রিয়ায়কে প্রথম হিসেবে স্বীকৃতি দেয়া হলেও, এর আগে জোসেফ নাইসফোর (Joseph Nicèphore) ১৮২৬ সালে ছবি তুলার আরো একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যার নাম হেলিওগ্রাফি (Heliography)। এই পদ্ধতিতে তিনি একটি স্থায়ী ছবিও তুলেছিলেন, যার শিরোনাম- ‘View from the Window at Le Gras’।

কিন্তু দাগেরোটাইপ (Daguerreotype) প্রক্রিয়া আবিষ্কার হবার দিনটিকেই এই দিবসের জন্যে বেছে নেয়া হয় মূলত দুইটি কারনে-

১। দাগেরোটাইপ (Daguerreotype)-ই ছিল ছবি তুলার প্রথম ব্যবহারিক পদ্ধতি।
২। ফ্রান্স সরকার কর্তৃক পেটেন্ট ক্রয়ের মাধ্যমে তা পৃথিবীর সবার জন্যে উন্মুক্ত করে দেয়া।

২০০৯ সালে অস্ট্রেলীয় আলোকচিত্রী কোরসকে আরা (Korske Ara) পৃথিবীর সব আলোকচিত্রিদের একত্রিত করার লক্ষ্যে ‘ওয়ার্ল্ড ফটো ডে’ আয়োজন করে। এর মাধ্যমে ১৯ আগষ্ট, ২০১০ সালে প্রথম অনলাইন গ্যালারীর আয়োজন করা হয়। এতে বিশ্বের ১০০ টি দেশ থেকে ২৭০ জন আলোকচিত্রি গ্যালারী শেয়ার করেন। এই ইভেন্টেই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ হিসেবে পালিত হয়। এরপর থেকে প্রতি বছর ১৯ আগস্ট, আন্তজার্তিক এবং জাতীয় পর্যায়ে ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ হিসেবে নানা আয়োজনে পালিত হয়ে আসছে।

সবাইকে বিশ্ব আলোকচিত্র দিবসের শুভেচ্ছা। 🙂
(মূল লেখাটি ১৯ আগস্ট, ২০১৫-তে #খেঁকশিয়ালের_পাঠশালা-তে প্রকাশিত )

*Camera obscura সম্পর্কে জানতে: https://en.m.wikipedia.org/wiki/Camera_obscura
* Ibn al-Haytham সম্পর্কে জানতে: https://en.m.wikipedia.org/wiki/Ibn_al-Haytham
* প্রথম রঙিন ছবি সম্পর্কে জানতে: https://en.m.wikipedia.org/wiki/Thomas_Sutton_(photographer)
* প্রথম সেল্ফি ছবি সম্পর্কে জানতে: https://en.m.wikipedia.org/wiki/Robert_Cornelius
* প্রথম ডিজিটাল ছবি সম্পর্কে জানতে: https://petapixel.com/…/04/first-digital-photograph-ever-m…/
* World Photo Day সম্পর্কে জানতে: http://worldphotoday.com
* দাগেরোটাইপ (Daguerreotype) সম্পর্কে জানতে: https://www.daguerre.org/page/DagFAQ
* হেলিওগ্রাফি (Heliography) সম্পর্কে জানতে: http://www.hrc.utexas.edu/…/perman…/firstphotograph/process/

Leave a Reply