পোস্ট প্রসেসিং – কি করবেন, কি করবেন না – অনুপম

আজকের এই ডিজিটাল ফটোগ্রাফির যুগে ছবির পোস্ট প্রোসেসিং অনেক বিশাল জায়গা দখল করে আছে। তাই ঠিক করলাম এই বিষয়টার উপরেই সিরিজ আকারে লিখতে থাকবো। তবে আগেই বলে রাখি……… আমার লেখের হাত খুব একটা সুবিধার না। তারপরেও যতটুকু পারি আর কি।  এই সিরিজে পোস্ট প্রোসেসিং এর বেসিক থেকে মোটামুটি এ্যাডভান্স লেভেলের কিছু পোস্ট প্রোসেসিং টেকনিক নিয়ে লেখার চেষ্টা করবো। (আমি যতটুকু জানি আর কি)।  তো শুরু করা যাক ……

পোস্ট প্রোসেসিং। ফটোগ্রাফির বহুল পরিচিত একটা শব্দ। কিন্তু বিভিন্ন সময়ে অনেককেই দেখি…. পোস্ট প্রোসেসিং এর কথা শুনলেই একটু নাক সিঁটকানি শুরু হয়। কেন ? পোস্ট প্রসেসিং কি মারাত্মক কোন অপরাধ ? নাকি এটা করলে ফটোগ্রাফারের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে ?

চলুন…. টাইম মেশিনে করে বেশ কয়েক বছর আগের দুনিয়া থেকে ঘুরে আসি। তখন তো এই DSLR, ফটোশপ, লাইটরুম এসব কিছুই ছিলো না। সবাই ফিল্মেই ছবি তুলতো। তারপর…. ফিল্মে তোলা পর্যন্তই কি কাজ শেষ? না। সেই ফিল্ম নিয়ে তারা চলে যেতো সোজা ডার্ক রুমে। আর ওখানে বসে কিন্তু তারা ফিল্মের চেহারা মোবারক দেখতো না… ফিল্মটাকে প্রসেস করতো… মানে পোস্ট প্রসেস করতো আর কি। আচ্ছা…. তাদের সেই পোস্ট প্রসেসিং নিয়ে যদি আপনার বিন্দুমাত্র মাথাব্যথা না থাকে তাহলে এই ডিলিটাল যুগে এসে পোস্ট প্রসেসিং নিয়ে আপনার এতো মাথা ব্যথা কিসের ? ছবি তুলতে যেমন দক্ষতার প্রয়োজন হয় তেমনি দক্ষতার প্রয়োজন পোস্ট প্রোসেসিং-এ-ও । কিন্তু সেই কাজটাই যদি ঠিকমত না করতে পারে…. তাহলে তো ছবির বারটা বাজবেই। কিন্তু এখানে তাহলে দোষটা কার…?? পোস-প্রসেসিং এর নাকি যে কাজটা করছে তার ??পোস্ট প্রোসেসিং

এবারে একটু অন্য কথায় আসি…. প্রশ্ন আসতে পারে…. ছবি পেলেই কি তাতে প্রসেসিং করতে হবে ? সোজা উত্তর … না। কেন…?? কারনটা হল…. সবার আগে আপনিই ঠিক করুন…. আপনি কোন ধরনের ছবি তুলেছেন। সেটা কি জার্নালিস্টিক ছবি নাকি ফাইন আর্ট ক্যাটাগরির ছবি ? আপনার উত্তর যদি…. জার্নালিস্টিক হয় তাহলে, পোস্ট প্রসেসিং করে ছবির আমূল পরিবর্তন না করাটাই শ্রেয়। এতে করে ছবির মৌলিকতা হারানোর সম্ভাবনাই বেশী থাকে। কারন…. জার্নালিস্টিক ছবি দাবী করে ছবির তথ্যমূল্য। সেখানে ছবির সৌন্দর্যগত দিকের মূল্য ততটা নেই। আর…. আপনার উত্তর যদি হয়… ফাইন আর্ট। তাহলে ভাই…. পোস্ট প্রোসেসিং করার ১০০% অধিকার আপনার আছে…. তাও কোনরকম ধরাবাধা নিয়ম ছাড়াই। সত্যি বলতে…. ফাইন-আর্ট ফটোগ্রাফির ক্ষেত্রে পোস্ট প্রসেসিং এর কোন বাধা দেখি না।
আর্ট জিনিসটা নির্ভর করে মানুষের রূচির উপরে….. তাই মানুষভেদে তার প্রকাশভঙ্গিও ভিন্ন হয়। অনেকটা খাবারের মত…. কেউ মিষ্টি খেতে ভালোবাসে কেউবা ঝাল। তাই বলে আপনি কখনো বলতে পারবেন না যে…. মিষ্টি/ঝাল পুরাই ফালতু। তাই…. ছবির ক্ষেত্রেও আপনি আপনার রূচি অনুসারেই পোস্ট প্রসেসিং করতে পারেন। তবে…. যাই করেন না কেন…. একটু সাবধানে করবেন…. মানে…. শিব গড়তে গিয়ে বাঁদর (বাংলা প্রবাদ) যেন না হয়ে যায়। বাঁদর হয়ে গেলে তখন আর কারো কিছু বলার থাকে না…..
তবে সব ছবির ক্ষেত্রেই বেসিক কিছু প্রসেসিং সব সময় গ্রহণযোগ্য। কারন…. ক্যামেরা অধিকাংশ সময়ই ১০০% সঠিক আউটপুট দিতে পারে না। কিন্তু, যখন আপনি হার্ড-কোর প্রসেসিং করতে চাইবেন…. তখন অবশ্যই একটু খেয়াল করে করবেন…. অর্থৎ কাজেই আগেই ঠিক করে নিবেন যে, আসলে আপনি কি করতে চাচ্ছেন।
সব কথার শেষ কথা…. জার্নালিস্টিক ছবিতে বেসিক পোস্ট প্রসেসিং করাই শ্রেয়। কারন এতে করে ছবির তথ্যমূল্য অটুট থাকে। আর ফাইন-আর্টের ক্ষেত্রে আপনি আপনার রুচি অনুযায়ী করুন। কোন বাধা ধরা নিয়ম নেই। তবে একটা জিনিস মাথায় রাখলেই হবে…. শিব গড়তে গিয়ে যেন বাঁদর না হয়ে যায় ।

অনুপম

One thought on “পোস্ট প্রসেসিং – কি করবেন, কি করবেন না – অনুপম

Leave a Reply