ক্লোজ-আপ ছবিকে আকর্ষণীয় করে তোলার কৌশল- কুতুবউদ্দীন

আমরা মাজে মাজে ক্লোজ-আপ ছবি তুলে হতাশ হই যখন দেখি ছবিটি আকর্ষণীয় হয় নি । কোন কোন সময় আমরা  কিছু ছবি দেখে আশ্চর্য হই, কিভাবে তুলেছে ভেবে ঘুম আসে না । কিছু  কৌশল অনুসরন করে আপনি আপনার ক্লোজ- আপ বা ম্যাক্রো ছবিকে ওদের মতো আরও আকর্ষণীয় করে তুলতে পারেন । আজ সেই কৌশল গুলা নিয়ে কিছু আলোচনা করবো ।

আপনি যখন বাইরে ছবি তুলতে যাবেন, আপনার চুখে অনেক কিছু পরবে যা আপনি সাধারন বলে এড়িয়ে যাবেন । ছবি তুলতে চাইবেন না । কিন্তু আপনি জানেন না এই সাধারন জিনিসকে আপনি অসাধারন করে তুলতে পারেন কিছু কৌশল অবলম্বন করে ।  ধরেন আপনার চুখে  মাশরুম পড়লো এখন কিভাবে এটাকে আকর্ষণীয় করে তুলবেন । আশেপাশে খুজতে থাকুন কিছু পান কিনা , যেমন – মেন্ডিস, শামুক, লেডিবাগ, ঘাসফড়িঙ ইত্যাদি । নিচের ছবিতে আমি মাশরুমকে আকর্ষণীয় করে তুলার জন্য শামুক ব্যাবহার করেছি ।  পাশেই একটা গাছে আমি আমি শামুক পেয়েছি, তাই সেটাকেই আমি ব্যাবহার করেছি । আর বেকগ্রাউন্ডে কিছু পানি স্প্রে  করে দিয়েছি কিছু বুকি পাবার জন্য ।

 

নিচের ছবিতে,  আমি বাইরে ছবি তুলতে গিয়ে এই ঘাসফড়িঙটাকে দেখি , আর সেটাকে আরও আকর্ষণীয় করে তুলতে এটাকে ফুলের উপর রেখে ছবি তুলি ।

SONY DSC

 

বাইরে ছবি তুলতে  গিয়ে আমি একটা লেডিবাগ পাই, সেটা যেখানে বসেছিল সেই জায়গাকে আমার কাছে  আকর্ষণীয় মনে হয় নি , তাই আকর্ষণীয় করে তুলতে নিচের ছবিতে আমি লেডিবাগকে একটি  ছুট ডেইজি ফুলের উপর ছেড়ে দেই এবং কয়েকটি ছবি তুলি ।

SONY DSC

 

এভাবে আপনি আপনার মাথা কাটিয়ে নিজের ছবিগুলোকে আকর্ষণীয় করে তুলুন । তবে মনে রাখবেন আপনি আপনার প্রধান সাবজেক্টকে ফোকাসে রাখতে হবে । আশা করি আপনাদের এই কৌশল গুলা কাজে আসবে এবং আপনাদের কিছু ধারনা দিবে সুন্দর, আকর্ষণীয় ছবি তুলতে ।

One thought on “ক্লোজ-আপ ছবিকে আকর্ষণীয় করে তোলার কৌশল- কুতুবউদ্দীন

Leave a Reply