About

“গ্র্যাসহপার্স “- একটি ব্যতিক্রমধর্মী ফটোগ্রাফিক পাঠশালা

ফটোগ্রাফি নিয়ে যারা রঙীন স্বপ্ন বুনে, ফটোগ্রাফি যাদের নেশা, শুধুই তাদের জন্যে মূলত এই গ্র্যাসহপার্স। গ্র্যাসহপার্স নতুন ও পুরাতন ফটোগ্রাফাদের একটা বন্ধন তৈরী করেছে। এখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফার রয়েছেন, সৌখিন ফটোগ্রাফার, পেশাদারী ফটোগ্রাফার এবং এ্যামেচার ফটোগ্রাফার।

গ্র্যাসহপার্স ফটোগ্রাফি পাঠশালার মূল উদ্দেশ্য একজন ফটোগ্রাফারের জন্যে একটি শক্তিশালী প্লাটফরম করে দেওয়া এবং আমাদের প্রিয় বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা।

গ্র্যাসহপার্স বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করে থাকে ; যেমন ফটো ওয়াক, ফটো সাফারী, ফটো আড্ডা, ফটো প্রদশর্নী, ফটো কন্টেস্ট।

গ্র্যাসহপার্স একজন ফটোগ্রাফারকে তার ক্যামেরা বিষযক সমস্যা সমাধানের জন্যে ভার্চুয়াল ক্লিনিকের ব্যবস্থা করেছে। যার সুবাদে একজন ফটোগ্রাফার ঘরে বসে তার সমস্যার সমাধান করতে পারছে।

যারা ফটো তুলতে ভালোবাসেন তারা সবাই গ্র্যাসহপার্স গ্রুপের মেম্বার হতে পারবেন; সেজন্য কোন প্রকার অর্থ প্রদান করতে হবে না। গ্র্যাসহপার্স দুইভাবে মেম্বার হতে পারেন,

১) গ্র্যাসহপার্স ফেসবুক পেইজ: allgrasshoppers
২) গ্র্যাসহপার্স ফ্লিকার গ্রুপ: grass-hoppers
৩) গ্র্যাসহপার্স ওয়েবপেজ : grasshopper.me

Leave a Reply