ধরো আমাদের একটা ১৮ মি.মি – ৫৫ মি.মি এর একটা লেন্স আছে । কারোর আছে ১৭-৫০ মি.মি. । কারোর ১৮-১০৫, ১৮-১৩৫, ১৮-২০০। ক্রপ বডির লেন্স এগুলান। বনেদী বডি মানে ফুল ফ্রেম এর ক্ষেত্রে ১৭-৫০, ২৪-৭০, ২৪-১০৫ মি.মি.। এইগুলোর নাম দিলাম জাতীয় লেন্স। কারন সব ধরনের ছবি তোলা যায়। যেমন পাহাড় পর্বত, নদী নালা, খালা বিল, আকাশ পাতাল, একলা মানুষ, একগাদা মানুষ, পশু – পাখী ইত্যাদি, ইত্যাদি ।যা দিয়ে সব কিছু তোলা যাবে তাকে নাম দিলাম জাতীয় লেন্স। যখন অনেকগুলো ফোকাল লেংথ থাকে যেমন ১৮-৫৫ তাকে বলে জুম লেন্স।
আজকের লেন্সগল্প : ২ জাতীয় লেন্স বা কিট লেন্স – অয়ন আহমেদ
- আজকের লেন্সগল্প : ১ নরমাল লেন্স – অয়ন আহমেদ
- আজকের লেন্সগল্প : ৩ সুন্দরী লেন্স বা পোট্রেট লেন্স – অয়ন আহমেদ